একি ন্যায় বিচার নাকি সবটাই প্রহসন !!

আজ খবর (বাংলা), [আন্তর্জাতিক], ঢাকা, বাংলাদেশ, ১৭/১১/২০২৫ : শেষ পর্যন্ত বাংলাদেশের একটি আদালত ২০২৪ সালের জুলাই আগস্ট মাসে বিদ্রোহ দমনের নামে মানবিকতা বিরোধী কাজ কর্মের জন্যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অপরাধী হিসেবে ঘোষণা করল এবং তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলো।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধী হিসেবে ঘোষণা করল এবং সেই সঙ্গে ট্রাইবুনাল তাঁকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করলো। বাংলাদেশ আজ রীতিমত অশান্ত হয়ে উঠেছিল শেখ হাসিনার এই সাজা ঘোষণাকে ঘিরে। বহু মানুষ উত্তেজিত অবস্থায় পথে বেরিয়ে এসেছিলেন। ঢাকার রাজপথে আজ সেনাবাহিনীকে টহল দিতে হয়। প্রচুর পরিমাণে পুলিশ বাহিনীও মোতায়েন করে রাখা হয়েছিল। মানবতা বিরোধী পাঁচটি অভিযোগের প্রত্যেকটিতে অপরাধী হিসেবে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিহ্নিত করেছে ট্রাইবুনাল।
আদালত জানিয়েছে, ২০২৪ সালে জুলাই আগস্ট মাসে বিদ্রোহ দমনের নামে সাংঘাতিক এবং নৃশংস পরিকল্পনা করেছিলেন শেখ হাসিনার সরকার। হাসিনার পুলিশ প্রধান আল মামুন এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এই নৃশংসতা বাস্তবায়িত করতে মদত দিয়েছিলেন। তবে, এই বিচার শেখ হাসিনার অনুপস্থিতিতেই করা হলো। শেখ হাসিনা বর্তমানে ঢাকা ছেড়ে নতুন দিল্লীতে আশ্রয় নিয়েছেন। বাংলাদেশ টিভি এই মামলার রায়দানের ভিডিও সরাসরি সম্প্রচার করেছে। আওয়ামী লীগের পক্ষ থেকে প্রশ্ন উঠেছে যে এটা ন্যায় বিচার নাকি সবটাই প্রহসন !

![]()