প্রথম টেস্টে জিতে গেলো দক্ষিণ আফ্রিকা 

দক্ষিণ আফ্রিকার অসাধারণ স্পিন খেলতেই পারে নি 

আজ খবর (বাংলা), [খেলা], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৬*/১১/২০২৫ :  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে হেরে গেলো ভারতীয় ক্রিকেট দল. স্পিন ঘূর্ণিতে নাস্তানাবুদ হলেন ভারতীয় ক্রিকেটাররা।

কলকাতার ইডেন গার্ডেন্সে  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি খেলতে নেমেছিল ভারত।  এই ম্যাচে প্রথম ইনিংসে দক্কিন আফ্রিকা মোট ১৫৯ রান তোলে আর দ্বিতীয় ইনিংসে ১৫৩ রান তোলে। রান তাড়া  করতে নেমে ভারত প্রথম ইনিংসে ১৮৯ রান তোলে আর দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৩ রান তোলে সব উইকেট হারিয়ে। ঘূর্ণি পিচে  স্পিনের দৌলতে আজ মাত্র ৩ দিনেই শেষ হয়ে গেলো ৫ দিনের টেস্ট সিরিজ।  প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা জিতে গেলো ৩০ রানে। 

কলকাতায় প্রথম টেস্টে টস জিতে ব্যাটিন নিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার গোটা টেস্ট ম্যাচটাই জিতে নিয়ে গেলো তারা।দক্ষিণ আফ্রিকার অসাধারণ স্পিন বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারলো না ভারতীয় ব্যাটাররা।  বিশেষ করে দ্বিতীয় ইনিংসে তাসের ঘরের মত ধ্বসে পড়লো ভারতীয় ইনিংস। 

এর পরের টেস্ট ম্যাচ রয়েছে আসামের গুয়াহাটি শহরে। টেস্ট ম্যাচ ছাড়াও ওয়ান দে এবং টি ২০ ম্যাচও ভারত খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।  আপাতত টেস্ট ম্যাচ সিরিজে ১-০ টেস্টে এগিয়ে থাকলো দক্ষিণ আফ্রিকা। 


Loading

Leave a Comment