মোদীর সমালোচনার জবাব দিলেন শশী 

পাল্টা দিল  বিজেপিও 

আজ খবর (বাংলা) [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৫/১১/২০২৫ : বিহারে এনডিএর ল্যান্ডস্লাইড ভিক্টরির পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবাংলার রাজনীতি সম্পর্কে একটি কটাক্ষ করেছিলেন। আজ সেই কটাক্ষেরই  জবাব দিলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। 

গতকাল বিহারে বিশাল ব্যাবধানে জয়লাভের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, ” গঙ্গা নদী বিহার থেকে পশ্চিমবঙ্গতেই যায়। অর্থাৎ তিনি বলতে চেয়েছেন বিহারের অসাধারণ জয়ের ধারা বলবৎ থাকবে পশ্চিমবঙ্গের নির্বাচনেও। প্রসঙ্গত উল্লেখ্য, আর মাত্র কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে। সেই নির্বাচনে  বিহারের মত পশ্চিমবঙ্গেও ব্যাপক জয়লাভের সস্বপ্ন দেখছে ভারতীয় জনতা পার্টি। 

নরেন্দ্র মোদীকে অবশ্য আজ জবাব দিয়ে দিয়েছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেত্রী শশী পাঁজা।  তিনি এদিন বলেন, “অলীক স্বপ্ন দেখবেন না, দিবাস্বপ্ন দেখবেন না। সেই স্বপ্ন সত্যি হবে না।  পশ্চিমবঙ্গে জয়লাভ অনেক দূরে রয়েছে আপনাদের থেকে। আপনি পশ্চিমবঙ্গের বিভিন্ন পাকল্পে টাকা পাঠানো বন্ধ করে দিয়েছেন। মহিলাদের প্রকল্পেও টাকা পাঠানো বন্ধ করে দিয়ে আপনি পশ্চিমবঙ্গের মহিলাদের অপমান করেছেন।  আপনি এবং আপনার মত বিজেপির অন্যান্য নেতারা সবসময় পশ্চিমবঙ্গের মহিলাদের অসম্মান করেন। “

বিজেপিকে সমালোচনা করতে গিয়ে শশী পাঁজা  বিজেপিকে “বাংলা বিরোধী জমিদার” হিসেবে উল্লেখ করেন, যেখানে যিনি বাংলা বিরোধী বই বেশি জোর দেন। তিনি বলেন, “বংলায় বিজেপি বঙ্গ বিরোধী হিসেবেই পরিচিত।  এই রাজ্যে এটাই এদের পরিচিতি। এরা বাংলা বিরোধী আবেগ নিয়ে চলাফেরা করে। আর সেই কারণেই আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির বড় কিছু আশা  করার মত কোনো কারণ নেই, এই রাজ্যের মহিলারাই ওদেরকে ভোটের বাক্সে মুখের ওপর জবাব দিয়ে দেবে।”

এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপির রাজ্য সভাপতি শমীক  ভট্টাচার্য্য বলেন, “প্রধানমন্ত্রী যা কিছু বলার দরকার ছিল তা বলে দিয়েছেন। পশ্চিমবঙ্গে এখন আর আইনের শাসন নেই। পশ্চিমবঙ্গের মানুষ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন তাঁরা এবার তৃণমূল কংগ্রেসকে ত্যাগ করবেনই।” 


Loading

Leave a Comment