ফর্ম ৮ ঠিকমত কাজ করছে কি ? প্রশ্ন সাধারণ মানুষের

আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/১১/২০২৫ : এবারঅনলাইনে এনুমারেশন ফর্ম ভর্তি করা শুরু হয়েছে এমন খবর নির্বাচন কমিশন মারফত জানা গেলেও, সেই ফর্ম ঠিকমত ভর্তি করতে নানারকম ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে এবং তা নিয়ে বিস্তর অভিযোগ উঠতে শুরু করেছে রাজ্য জুড়ে।
গত ৪ তারিখ থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর। নির্বাচন কমিশনের নির্দেশে বাড়িতে বাড়িতে গিয়ে এনুমারেশন ফর্ম ফিল আপ করতে গেলেই কমিশনের পোর্টাল জানতে চাইছে মোবাইল নম্বর ভোটার কার্ডের সাথে যুক্ত আছে কিনা। বেশিরভাগ মানুষেরই মোবাইল ফোন নম্বর আধার কার্ডের সাথে যুক্ত থাকে। ভোটার কার্ডের সাথে নয়।
এক্ষেত্রে ভোটার কার্ডের সাথে মোবাইল নম্বর যুক্ত না থাকলে ৮ নম্বর ফর্ম ভর্তি করে লগ ইন করতে বলছে। আর এখানেই বিপত্তি দেখা দিচ্ছে। হয় ঠিক মত ওটিপি আসছে না, অথবা ওটিপি আসলেও লগ ইন করার ক্ষেত্রে ব্লক দেখাচ্ছে, অর্থাৎ ৮ নম্বর ফর্ম ভর্তি করা যাচ্ছে না ঠিক মত। যার ফলে মূল ফর্মে লগ ইন করাই যাচ্ছে না। আর এর ফলেই ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। অনলাইনে ফর্ম ভর্তি করতে গিয়ে রীতিমত নাজেহাল হতে হচ্ছে। এই সমস্যাগুলির দ্রুত সমাধান চাইছেন রাজ্যের সাধারণ মানুষ।
![]()