মোট ২টি টেস্ট, ৩টি ওয়ান ডে এবং ৫টি টি২০ খেলা হবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে

আজ খবর (বাংলা), [খেলা] মুম্বই , মহারাষ্ট্র, ০৬/১১/২০২৫ : ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুটি টেস্ট ম্যাচের জন্যে ভারতীয় দল ঘোষণা করা হল। দলে ফিরলেন উইকেট কিপার তথা ব্যাটার ঋষভ পন্থ ও পেসার আকাশ দীপ।
আইসিসি টেস্ট ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ান দক্ষিণ আফ্রিকার সাথে দুটি টেস্ট ম্যাচ খেলবে ভারত, আর প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ১৪ই নভেম্বর থেকে। প্রথম টেস্ট ম্যাচটিখেলা হবে কলকাতার ইডেন গার্ডেনসে এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলা হবে আসামের গুয়াহাটির এসিএ স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলা হবে ২২ থেকে ২৬ নভেম্বরের মধ্যে।
ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব করবেন শুভমন গিল, সহ অধিনায়ক তথা উইকেট কিপার ঋষভ পন্থ। এছাড়াও দলে থাকছেন যশস্বী জয়সোয়াল, কে এল রাহুল, সাই সুদর্শন, দেবদত্ত পাদিক্কাল, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, যশপ্রীত বুমরাহ, অক্ষর প্যাটেল, নীতিশ কুমার রেড্ডি, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও আকাশ দীপ।
টেস্ট ম্যাচ ছাড়াও ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩টি ওয়ানডে এবং ৫টি টি২০ ম্যাচ খেলবে টেস্ট ম্যাচের পর সেই ম্যাচগুলি শুরু হবে। ভারতীয় এ দলের অধিনায়কত্ব করছেন তিলক ভার্মা, সহ অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ার।
![]()