ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

আজ খবর (বাংলা), [দেশ], নতুন দিল্লী, ভারত , ০১/১১/২০২৫ : অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হয়ে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। শ্রী মোদী দুর্ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে নিহতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে এককালীন ২ লক্ষ টাকা এবং আহতদের জন্য ৫০,০০০ টাকা অর্থ সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
প্রসঙ্গত উল্লেখ্য, অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে ভেঙ্কটেশ্বর মন্দিরে পদপিষ্ট হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে আজ সকাল সাড়ে এগারোটা নাগাদ। একাদশী থাকায় ভেঙ্কটেশ্বর স্বামীর মন্দিরে আজ বেশ ভীড় ছিল ভক্তদের। পদপিষ্ট হয়ে এই মন্দিরে আজ ৯ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়াও ১৩ জন পুণ্যার্থী আহত হয়েছেন, তাঁদেরকে দ্রুত স্থানান্তরিত করা হয়েছে স্থানীয় হাসপাতালে। তাঁদের চিকিৎসা চলছে।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক্স বার্তায় বলা হয়েছে;
“অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদপিষ্ট হওয়ার ঘটনায় আমি মর্মাহত। যাঁরা তাঁদের নিকটাত্মীয়দের হারিয়েছেন তাঁদের প্রতি রইল আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”
“এই দুর্ঘটনায় নিহতদের নিকটাত্মীয়দের প্রধানমন্ত্রী জাতীয় তহবিল তহবিল থেকে এককালীন ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়া হবে। আহতদের ৫০,০০০ টাকা করে দেওয়া হবে। “
![]()