দুই রাজনৈতিক দলের সংঘর্ষের জেরে বিহারে সরিয়ে দেওয়া হল তিন আধিকারিককে 

সংঘর্ষের ঘটনায় মৃত ১

আজ খবর (বাংলা), [দেশ], পাটনা, বিহার, ০১/১১/২০২৫ :  রাজনৈতিক সংঘর্ষের পর উচ্চ পদস্থ  প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল  নির্বাচন কমিশন। 

গত পরশু বিহারে দুই রাজনৈতিক দল  একে  অপরের সাথে রাজনৈতিক সংঘর্ষে জড়িয়ে পড়েছিল। এই দুই দল হল জন সুরজ পার্টি এবং জনতা পার্টি (ইউনাইটেড). এই সংঘাতের ফলে দুলরচাঁদ যাদব নামে মোকামার এক ব্যক্তির মৃত্যু হয়। এছাড়াও বেশ কয়েকজন জখম হন ঐ  ঘটনায়।  এই সংঘাতকে ভালো চোখে দেখে নি নির্বাচন কমিশন।  দ্রুত একশন  নেওয়া হয় এই ঘটনায়। 

দুই রাজনৈতিক দলের এই সংঘাতের ফলে নির্বাচন কমিশন ঐ  এলাকার উচ্চ পদস্থ আধিকারিকদেরকে সরিয়ে দেয়। এই ঘটনার জেরে পুলিশ আধিকারিক সহ প্রশাসনিক অধিকারিকদেরকেও মোকামা থেকে সরিয়ে দেওয়া হয়।  নির্বাচন কমিশনের শাস্তির হাত থেকে রেহাই পান নি এক আইএএস অফিসারও।  তাঁকেও সরিয়ে দেওয়া হয়েছে অন্যত্র, আজ তাঁর জায়গায় নতুন অফিসার কাজে যোগ দিয়েছেন।  মোট তিনজন আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে এই ঘটনার জেরে।  উল্লেখ্য, মৃত দুলরচাঁদ জন সুরজ দলের সমর্থক ছিলেন। 


Loading

Leave a Comment