মেরে দেশ পহেলে : দ্য আনটোল্ড স্টোরি অফ পি এম নরেন্দ্র মোদী

আজ খবর (বাংলা), [বিনোদন], গান্ধীনগর, গুজরাট, ১১/১০/২০২৫ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শ্রদ্ধা জানাতে গিয়ে দেশকেই অসাধারণ এক শ্রদ্ধাঞ্জলি দিলেন বিখ্যাত বলিউড অভিনেতা অক্ষয় কুমার।
গুজরাতের গান্ধীনগরে একটি অনুষ্ঠানে তাঁর পারফর্ম করার কথা ছিল। সেই অনুষ্ঠানের শীর্ষক ছিল “মেরা দেশ পহেলে : দ্য আনটোল্ড স্টোরি অফ পি এম নরেন্দ্র মোদী”। এই অনুষ্ঠানে অক্ষয় কুমার কেশরী ছবির তেরি মিট্টি গানটি পারফর্ম করছিলেন। অক্ষয়ের পারফর্মেন্সের মধ্যে ছিল সম্পূর্ণ ইমোশন,যার ফলে তাঁর ঐ পারফর্মেন্স ছুঁয়ে যায় সমস্ত দর্শকের হৃদয়। প্রেক্ষাগৃহে হাততালির বন্যা বইতে থাকে। চরম মুহূর্তটি আসে যখন তিনি জাতীয় পতাকাটি তুলে নিয়ে নিজের বুকে ও চিবুকে স্পর্শ করেন। সেই সময় দর্শককুল আবেগে ভেসে যান।
সাদা কুর্তা এবং পাজামা পরিহিত এবং গায়ে গেরুয়া আলোয়ানে ব্যাপক আকর্ষণীয় দেখাচ্ছিল ষ্টার অক্ষয়কে। নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিনে অক্ষয় কুমারের পারফর্মেন্স ছিল একটা অসামান্য বার্থ ডে গিফট। অক্ষয়ের দুর্দান্ত অনুষ্ঠানে জমজমাট হয়ে যায় গান্ধী নগরের গান্ধী স্টেডিয়ামের কে ডি যাদব হল। এইপারফর্মেন্স আপ্লুত অক্ষয় নিজেও। নরেন্দ্র মোদীকে সাক্ষাতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি। যদিও নরেন্দ্র মোদীর জন্মদিন ছিল ১৭ই সেপ্টেম্বর।
![]()