এবার পাক বধ করে দেখালো মহিলা ক্রিকেটাররা 

দ্রুততম রান শিলিগুড়ির রিচার 

আজ খবর (বাংলা), [খেলা], কলম্বো, শ্রীলঙ্কা , ০৬/১০/২০২৫ : পুরুষ ক্রিকেট বাহিনীর পর এবার ভারতের মহিলা ক্রিকেট বাহিনীও করে দেখালো। পাকিস্তানকে রীতিমত পর্যুদস্ত করল তারা।

আইসিসি মহিলা বিশ্বকাপে ৫০ ওভারের খেলায় পাকিস্তানকে হারিয়ে দিলো ভারতীয় মহিলা ক্রিকেট দল। এই ম্যাচের শুরুতে টসে জিতে পাকিস্তান ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। ভারতের হয়ে খেলতে নেমে ভারতের প্রতীকা রাওয়াল ৩১ বলে ৩৭ রান এবং স্মৃতি মান্ধানা ২৩ বলে ৩২ রান করেন। এছাড়া হারলিন দেওল ৪৬ বলে ৬৫, জেমিমা রদ্রিগেজ ৩২ বলে ৩৭, দীপ্তি শর্মা ২৫ বলে ৩৩, স্নেহ রানা ২০ বলে ৩৩ এবং রিচা ঘোষ ২০ বলে ৩৫ রানের দ্রুততম ইনিংস করেন।  ভারত ৫০ ওভারে মোট ২৪৭ রান তোলে। পাকিস্তানের ডায়ানা বেগ ৬৯ রান দিয়ে ৪টি উইকেট তুলে নেন। 

পাকিস্তানের ইনিংস ৪৩ ওভারেই শেষ হয়ে যায়। ১৬৯ রান তুলতে না তুলতেই পাকিস্তানের সব উইকেট পরে যায়।  মোট ৮৮ রানে পাকিস্তানকে হারিয়ে দেয় ভারত। পুরুষদের মত  মহিলারাও পাকিস্তানকে হেলায় হারিয়ে দিয়েছে।  তবে পুরুষদের মত মহিলা ক্রিকেটররাও পাক ক্রিকেটারদের সাথে কর মর্দন করেন নি।  দেশ গর্বিত ভারতের মহিলা ক্রিকেটারদের পারফর্মেন্স নিয়ে। 


Loading

Leave a Comment