আরও বেশি বৃষ্টি হলে ধ্বস নামতে পারে পাহাড়ে, সেক্ষেত্রে ব্যাহত হতে পারে পর্যটন

আজ খবর (বাংলা), [রাজ্য], জলপাইগুড়ি ও শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ, ০১/১০/২০২৫ : মহানবমীর সকাল থেকেই দুর্যোগের ভ্রুকুটি। জলপাইগুড়ি ও শিলিগুড়ির আকাশ কালো হয়ে গিয়েছে, মেঘে ছেয়ে যাওয়ায়। শুরু হয়েছে বৃষ্টি। বইছে ঝোড়ো হাওয়া। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমগ্র উত্তরবঙ্গে।
গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের মানুষকে তীব্র গরম সহ্য করতে হয়েছে। দাবদাহে অনেকে অসুস্থও হয়ে পড়েছেন। সেই প্রচণ্ড গরম থেকেমুক্তি দিলো আজকের এই বৃষ্টি, কিন্তু বৃষ্টি হওয়ার সাথে সাথে কপালে ভাঁজ পড়তে শুরু করেছে দুর্গাপূজা উদ্যোক্তাদের কপালে। মহানবমীর সন্ধ্যেটা কি তাহলে মাটি হয়ে যাবে ? এই চিন্তায় মগ্ন হয়ে রয়েছেন তাঁরা। যাঁরা দুর্গাপুজোয় ছোটখাটো অস্থায়ী স্টল দিয়েছেন চিন্তিত হয়ে উঠেছেন তাঁরাও।
ঝড় বৃষ্টি শুরু হয়েছে কোচবিহারেও। আজ সকাল সাতটা নাগাদ কোচবিহার শহরের বীণাপানি ক্লাবের লাইটের একটি স্তম্ভ রাস্তায় উপড়ে পড়ে। এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই. তবে বাতিস্তম্ভ উপড়ে পড়ায় কোচবিহার শহরের ওই রাস্তায় কিছুটা যানজটের সৃষ্টি হয়। ক্লাবের সদস্যদেরকেই যান নিয়ন্ত্রণ করতে দেখা যায়।
এদিকে তুমুল বৃষ্টি শুরু হয়েছে দার্জিলিং পাহাড়েও। কার্শিয়াঙ শহর প্রায় ধুয়ে গিয়েছে প্রচন্ড বৃষ্টিতে। প্রবলবর্ষণ হচ্ছে কালিম্পঙ শহরেও। অতি ভারী বৃষ্টিতে পাহাড়ে জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। গাড়িগুলি চলছে ধীরগতিতে।
‘আজ খবর’ নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in) ফলোয়ার বাটনে চাপ দিন। খবর ভালো লাগলে শেয়ার করে দিন।
![]()