সুপারস্টারকে দেখতে গিয়ে মৃত্যু হল ৩৮ জনের, আহত বহু 

অভিনেতার ভয়ঙ্কর জনপ্রিয়তার সাথে পাল্লা দিয়ে সাধারণ মানুষের সুরক্ষার ব্যবস্থা ছিল কি কারুরের জনসভায় ? উঠছে প্রশ্ন 

আজ খবর (বাংলা), [দেশ] কারুর, তামিলনাড়ু, ২৮/০৯/২০২৫ :  তামিলনাড়ুর কারুরে চিত্রতারকা বিজয়ের নির্বাচনী প্রচারসভায় পদপিষ্ট হয়ে ৩১ জনের মৃত্যু হয়েছে, আহত অনেক মানুষ। তবে ইতিমধ্যেই আরও ৭ জনের মৃত্যু হয়েছে  আসছে। মৃতয়ুর সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। 

মধ্য তামিলনাড়ুর কারুর  একটি ব্যস্ত শহর। অমরাবতী, কাবেরী ও নৈয়াল এই ত্রিবেণী সঙ্গমে  অবস্থিত কারুর। এখানেই দক্ষিণের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা বিজয়ের নির্বাচনী জনসভা চলছিল। বিজয়কে একবার চোখের দেখা দেখতে অসংখ্য মানুষ ভীড় করেছিলেন।  ভীড় ক্রমাগত বেড়েই যাচ্ছিল, আর তারপরেই শুরু হয়ে যায় ধাক্কাধাক্কি।  সেইসময় কয়েকজন অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। আতঙ্কে মানুষ যে যেদিকে পারে ছুটতে শুরু করে। এই সময়ই পদপিষ্ট হয়ে ৩১ জনের মৃত্যু হয়। আহত অনেক অনেক মানুষ। তাঁদেরকে কাছাকাছি হাসপাতালে  নিয়ে গিয়ে চিকিৎসা করানো হচ্ছে।  কিছু লোককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

কারুরে  পদপিষ্ট হওয়ার ঘটনায় শোকস্তব্ধ হয়ে পড়েছেন অভিনেতা বিজয় নিজেই। এই ঘটনায় গভীরভাবে শোকাহত হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এআইএডিএমকে সাধারণ সম্পাদক পালানি স্বামী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। অন্য একটি সূত্রে জানা যাচ্ছে কারুর দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮, ইতিমধ্যেই আরও ৭ জনের মৃত্যু হয়েছে ওই ঘটনায়।  গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। 

নিউজ আপডেট :: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী  কারুরে  নিহতদের নিকট আত্মীয়দের ২ লক্ষ্ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে অর্থ সাহায্য তুলে দেওয়ার কথা ঘোষণা করেছেন।


‘আজ খবর’ নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in)  ফলোয়ার বাটনে চাপ দিন।  খবর ভালো লাগলে শেয়ার করে দিন।  


Loading

Leave a Comment