প্যান্ডেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু সোনারপুরে

বিদ্যুতের ছোবলে মৃত্যুর সংখ্যা রাজ্যে আরও বাড়লো 

আজ খবর (বাংলা) [রাজ্য], সোনারপুর, দক্ষিণ ২৪ পরগনা ,  ২৪  /০৯/২০২৫ :  পুজোর প্যান্ডেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা গোটল দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে. 

সূত্র মারফত খবর পাওয়া গিয়েছে, আজ ভোররাতে সোনারপুর থানার অন্তর্গত ২০ নম্বর ওয়ার্ডের সুভাষ পার্ক থার্ড লেনের শান্তি সংঘ ক্লাবে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতের নাম বিশ্বজিৎ সাহা (৩৬), পিতা মৃত বিনয় সাহা, বাড়ি সুভাষ পার্ক এলাকায়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, শুক্রবার রাত প্রায় ১টা ১৫ নাগাদ তিনি প্যান্ডেলে বৈদ্যুতিক কাজ করছিলেন। সেই সময় হঠাৎই এক বিদ্যুতের তার থেকে তিনি শক‌্‌ড হন। সঙ্গে সঙ্গেই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সুভাষ গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছাওয়া নেমে এসেছে। 


‘আজ খবর’ নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in)  ফলোয়ার বাটনে চাপ দিন।  খবর ভালো লাগলে শেয়ার করে দিন।  


Loading

Leave a Comment