১৯৬৫ সালে ভালো কোনো যুদ্ধ বিমান ভারতের না, সেই সময় মিগ ২১ ত্রাতা হিসেবে কাজ করে গিয়েছিল ভারতীয় বায়ুসেনার জন্যে। ১৯৭১ সালে ঢাকার আকাশে সে ছিল ভারতীয় নায়ক।

আজ খবর ( বাংলা) [দেশ] , চন্ডিগড়, পাঞ্জাব, ২৬/০৯/২০২৫ : দীর্ঘ ৬ দশক ধরে দেশের সেবা করার পর ভারতের প্রথম সুপার সোনিক জেট যুদ্ধ বিমান MIG ২১ অবসর গ্রহণ করল সেনাবাহিনী থেকে। সেনাবাহিনীর হয়ে শেষবার আকাশে উড়তে দেখা গেলো তাকে।
ভারতের প্রথম সুপার সনিক জেট যুদ্ধবিমান হিসেবে ভারতীয় বায়ুসেনার অধীনে দীর্ঘ ৬০ বছর একটানা কাজ করে গিয়েছে। MIG ২১, বহু যুদ্ধে, পরাক্রম ও সূর্যের পরিচয় দিয়ে এসেছে এই যুদ্ধ বিমান। শত্রুপক্ষে কাঁপন ধরিয়েছে বার বার. এই গর্বের সীমা ছিল না সেনার। এবার সেই ৬ দশকের সফল সেনা জীবনে যবনিকা পতন হতে চলেছে। ছুটি নিতে চলেছে MIG ২১।
আজ চন্ডিগড় বেসে এই যুদ্ধবিমানকে ফেয়ারওয়েল দেওয়া হলো. আজকের পর থেকে এই বিমান আর ভারতীয় বায়ু সেনাকে সেবা করবে না. ফেয়ারওয়েল সেরিমনিতে উপস্থিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও বায়ু সেনার অন্যান্য আধিকারিকরা। উল্লেখ্য, ১৯৭১এর যুদ্ধে এই যুদ্ধ বিমানকে রীতিমত নায়কের ভূমিকায় অবতীর্ণ হতে দেখা গিয়েছিল।
‘আজ খবর’ নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in) ফলোয়ার বাটনে চাপ দিন। খবর ভালো লাগলে শেয়ার করে দিন।
![]()