ইউ এন -এর নম্বর প্লেটওলা বিলাসবহুল গাড়ি কিভাবে এল তা নিয়ে ধন্ধে পুলিশও

আজ খবর (বাংলা) [দেশ], নতুন দিল্লী, ভারত,২৪/০৯/২০২৫ : দিল্লীর বসন্তকুঞ্জে অবস্থিত একটি সুপরিচিত সংস্থার শাখা পরিচালককে গ্রেপ্তার করেছে দিল্লী পুলিশ। ঐ ব্যক্তির বিরুদ্ধে ১৫ জন ছাত্রীকে উত্তক্ত ও নির্যাতন করার অভিযোগ রয়েছে।
ঐ সংস্থার অধীনে PGDM কোরসেপড়াশুনা করছিলেন তরুণীরা। তাঁরা থানায় অভিযোগ দায়ের করেছেন যে ঐ শাখার পরিচালক তাঁদেরকে যৌন নির্যাতন করেছেন। এই অভিযোগে ঐ সংথ্যার শাখা পরিচালক চৈতনানন্দ সরস্বতীকে গ্রেপ্তার করেছে দিল্লী পুলিশ। ঐ ব্যক্তির বিরুদ্ধে বসন্ত কুঁজো উত্তর থানায় অভিযোগ দায়ের করেছিল ১৫ জন তরুণী।
তল্লাশি চালানোর সময় ঐ শাখা থেকে একটি বিলাসবহুল গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে, যার নম্বর প্লেট ইউনাইটেড নেসন্সের। ঐ সংস্থার ভবনে শাখা পরিচালককে পাওয়া যায় নি. তিনি পলাতক ছিলেন। তাঁকে আগ্রার কাছে একটি জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। মূল সংস্থা থেকে ঐ ব্যক্তিকে বিতাড়ন করা হয়েছে বলে জানতে পারা গিয়েছে। চৈতনানান্দ সরস্বতীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল গত ৪ই আগস্ট তারিখে। পুলিশ জানিয়েছে, মোট ৩২ জন ছাত্রীর বয়ান রেকর্ড করা হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই জানিয়েছে অভিযুক্ত ঐ ব্যক্তি তাদেরকে অশ্লীল কথাবার্তা, অশ্লীল হোয়াটস আপ পোস্ট ইত্যাদি পাঠাতেন। পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেও বিশ্লেষণ করে চলেছে।
অভিযুক্ত ব্যক্তি আগে ড. পার্থসারথি নামে পরিচিত ছিলেন, পরে তিনি চৈতনানান্দ সরস্বতী নাম নিয়েছিলেন। সংস্থার তরফ থেকেও তাঁর বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। একজন সাধু হয়েও কেন তিনি এই ধরনের একটি কাজ করলেন, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে দিল্লী পুলিশ।
‘আজ খবর’ নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in) ফলোয়ার বাটনে চাপ দিন। খবর ভালো লাগলে শেয়ার করে দিন।
![]()