এমন তুমুল বৃষ্টি দীর্ঘদিন দেখেন নি কলকাতার মানুষ

আজ খবর (বাংলা), [রাজ্য], কলকাতা, পশ্চিমবঙ্গ,২৩/০৯/২০২৫ : মেঘভাঙা বৃষ্টিতে রীতিমত বিপর্যস্ত মহানগরী কলকাতা। শহরের বিভিন্ন এলাকাএখনও জলমগ্ন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। তবে অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে মৃত্যুর সংখ্যা বাড়তে পারে ।
গতকাল রাত্রি থেকে হঠাৎ করেই মেঘভাঙা বৃষ্টি শুরু হয় কলকাতা জুড়ে। সেই বৃষ্টির দাপটে লন্ডভন্ড হয়ে যায় নগর জীবন। মধ্যরাত্রি পর্যন্ত চলতে থাকে অতি ভারী বৃষ্টির দাপট। রাতভর তুমুল বৃষ্টিতে জলের তলায় চলে যায় কলকাতার বেশিরভাগ অঞ্চল এবং শহরতলি। বহু বাড়ি ও আবাসনের ভিতরে ঢুকেছে জল। জল জমেছে হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের বেশ কয়েকটি জায়গায়. বাতিল করা হয়েছে শহরতলীর বেশ কয়েকটি ট্রেন। পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে রেল কর্মীদের।
প্রবল বৃষ্টিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এখনো পর্যন্ত মৃত ৯। তবে সংখ্যাটা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
ভারী বৃষ্টিতে একাধিক এলাকা জলমগ্ন। কালিকাপুর, গড়িয়াহাট, বেনিয়াপুকুর ও নেতাজী নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। সূত্রের খবর, নেতাজী নগরে একজন সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। জমা জলের মধ্যে সাইকেল চালাতে গিয়ে ব্যালেন্স হারিয়ে তিনি বিদ্যুতের খুঁটি ধরতে যান। সেই সময়েই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাঁর মৃত্যু হয়ে বলে জানা গিয়েছে। এছাড়া ইকবালপুর থানা অন্তর্গত হুসেন শাহ রোডেও একজনের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর পাওয়া গিয়েছে।শুধু বেহালা অঞ্চল থেকেই ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে .

প্রবল বৃষ্টিতে জলমগ্ন হাওড়া শহরও। জল জমে রয়েছে নবান্নের সামনে। কলকাতার বিভিন্ন অঞ্চলে জমে থাকা জল সরানোর কাজে নেমে পড়েছে পুরসভাও । গোটা বিষয়টি মনিটর করছেন মেয়র ফিরহাদ হাকিম। পুজোর মুখে এই দুর্যোগে দুশ্চিন্তায় পড়েছেন কলকাতার ব্যবসায়ীরা। আর কয়েক দিন বাদেই পুজো, অথচ সেভাবে এখনো জমেই ওঠে নি পুজোর বাজার।.
গতকালের পর আর সেভাবে বৃষ্টি শুরু হয় নি কলকাতায়। তবে শহরের বিপর্যস্ত পরিস্থিতি এখনো কাটিয়ে ওঠা হয় নি। গতকালের বৃষ্টিতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৯ হয়েছে । এই সংখ্যাটা হয়ত আরো বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে দীঘার সমুদ্র উপকূলে বিশেষ নজরদারি চালানো শুরু হয়েছে। খারাপ আবহাওয়ার দরুন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করাহয়েছে। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম অঞ্চলে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
![]()