ভয়ঙ্কর পরিস্থিতিতে গাড়োয়াল ও কুমায়ুন হিমালয় অঞ্চলে এ বছর মার খেতে পারে পর্যটন

আজ খবর (বাংলা), [দেশ], চামোলি, উত্তরাখন্ড, ১৮/০৯/২০২৫ : উত্তরাখন্ড রাজ্যের চামোলি ভেসে গেলো মেঘ ভাঙা বৃষ্টির কারনে। এই ঘটনায় এখনো পর্যন্ত নিখোঁজ আছেন অন্তত ৭ জন. চামোলি অঞ্চলে ধূলিস্যাৎ হয়ে গিয়েছে ৬/৭টি বাড়ি। উদ্ধারকাজ চলছে।
হিমালয়ে এই বছর অতি বৃষ্টির খেসারত দিতে হচ্ছে গাড়োয়াল ও কুমায়ুন হিমালয়কে। সেক্ষেত্রে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে এই বছর প্রচুর বৃষ্টি হয়েছে। প্রচুর হতে হয়েছে হিমালয়ের এই অংশকে। উত্তরাখন্ডের বেশ কিছু জায়গায় ধ্বস নেমে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে রয়েছে। হড়পা বন্ এবং মেঘ ভাঙ্গাব্রিষ্টির জেরে হনজীবন ব্যাহত হয়েছে। প্রচুর মানুষের জীবনহানি ঘটেছে।
গতকাল রাত্রে উত্তরাখন্ডের চামোলি জেলায় নন্দনগর ঘাট এলাকায় মেঘ ভাঙ্গা বৃষ্টির জন্যে ক্ষয়ক্ষতি হয়েছে। ওই গ্রামের ছয় সাতটি গ্রাম্য বাড়ি ভযেজে পড়েছে এবং সম্পূর্ণ ধূলিস্যাৎ হয়ে গিয়েছে। ঐ বাড়ির বাসিন্দারা নিরাশ্রয় হয়ে পড়েছেন। শুধু তাই নয়, ঐ গ্রামের অন্তত সাত জনকে না. এই ঘটনার পর থেকে ঐ সাতজন নিখোঁজ বলে জানানো হয়েছে। তাঁদের খোঁজে উদ্ধারকাজ চালানো হচ্ছে। ধ্বংস্তুপ সরিয়ে ফেলার কাজ চলছে। গোটা জায়গাটি বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
একটি মেঘভাঙা বিস্ফোরণে গোটা গ্রাম যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আজ ভোরে ধ্বংসস্তূপ সরিয়ে দুজনকে উদ্ধার করা গিয়েছে, কিন্তু তারপরেও ৭ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। জেলাশাসক ও অন্যান্য আধিকারিকরা রয়েছেন ঘটনাস্থলে.. ওই অঞ্চলে এখনো বৃষ্টি হয়ে চলেছে বলে জানা গিয়েছে।
আজ খবর নিয়মিত দেখতে হলে আমাদের ফলো করুন। আমাদের ওয়েব সাইটে যান (www.aajkhabor.in) ফলোয়ার বাটনে চাপ দিন। খবর ভালো লাগলে শেয়ার করে দিন।
![]()