নেপালে আটকে কোচবিহারের ২৫ জন শ্রমিক

ভিডিওর মাধ্যমে বাড়িতে ফিরিয়ে আনার আর্জি

আজ খবর (বাংলা), [রাজ্য] তুফানগঞ্জ, কোচবিহার, ১৫/০৯/২০২৫ :  শ্রমিকের কাজ করতে গিয়ে নেপালে আটকে তুফানগঞ্জের পঁচিশজন শ্রমিক।  ভিডিওর মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে আনার আর্জি ভাইরাল হয়েছে।

বিক্ষোভের কারণে  অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয় প্রতিবেশী নেপাল দেশে। রাজনৈতিক অস্থিরতার পাশাপাশি অর্থনৈতিক অস্থিরতাও চরমে।চারপাশ জুড়ে ছড়িয়ে ধ্বংসাবশেষ।উত্তাল পরিস্থিতির মাঝে দেশে ফিরে আসা তো দূরের কথা বাড়ির বাইরে যাওয়ার অনুমতিটুকুও নেই। অগত্যা নেপালে নিজের নিজের কর্মস্থলেই আটকে রয়েছেন তুফানগঞ্জের নাটাবাড়ি -১ গ্রাম পঞ্চায়েত এলাকার পরিযায়ী শ্রমিকরা। নেই পর্যাপ্ত খাবার। ফলে সময় যত গড়াচ্ছে ততই উদ্বেগ-উৎকণ্ঠায় বাড়ছে পরিবারে।

ভারতের সেই পড়শি দেশের ভয়াবহ ছবি দেখে এখন স্বজনদের চিন্তায় দু’চোখের পাতা এক করতে পারছেন না পরিবারের সদস্যরা। তাঁদের একটাই দাবি, নেপাল থেকে তাড়াতাড়ি সুস্থ ভাবে সবাই বাড়ি ফিরে আসুক।

জানা গেছে নাটাবাড়ি এক গ্রাম পঞ্চায়েতের হাপাল মারা, বস পাড়া গ্রামের প্রায় ২৫ জন যুবক কাজ করেন নেপালে। পেটের টানে পরিযায়ী শ্রমিক হিসেবে বহু বছর ধরে নেপালে পাড়ি দেন ওই এলাকার যুবকরা। এবছর পূজোয় বাড়ি ফেরার কথা ছিল তাদের কিন্তু তার আগেই সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করার অভিযোগে এবং দিনের পর দিন মানুষের চাপা ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে নেপালে। একেবারে অগ্নিপর্ব পরিস্থিতি তৈরি হয় প্রতিবেশী দেশে। 

এই মুহূর্তে নেপালের যা পরিস্থিতি তারা বাড়িতে ফিরতে পারবেন কিনা তা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। স্থানীয়  যুবকরা তাদের কারখানার ভেতর ঢুকে মারধর করছে বলে অভিযোগ। এই মুহূর্তে কাজ বন্ধ রয়েছে। তারা বাইরে বেরোতে পারছেন না এই অবস্থায় সরকারের কাছে আবেদন জানিয়েছেন পরিবারের সদস্যরা যেন তাদের দ্রুত নিজের বাড়িতে ফিরিয়ে আনা হয়।


Loading

Leave a Comment