সিআরপিএফ জওয়ানকে খুনের অভিযোগে গ্রেপ্তার বিএসফ কর্মী ও তাঁর বন্ধু 

এঁরা প্রত্যেকেই অপরের পূর্ব পরিচিত ছিল

আজ খবর (বাংলা), [রাজ্য], অশোকনগর, উত্তর ২৪পরগনা, ১৪/০৯/২০২৫:  চাকরি থেকে বরখাস্ত হওয়া সিআরপিএফ প্রাক্তন কর্মীকে,  খুনের অভিযোগে গ্রেপ্তার বিএসএফ কর্মী ও তার বন্ধু। 

অভিযুক্ত বিএসএফ কর্মী নাম অভিজিৎ হালদার বাড়ি অশোকনগর কল্যাণগড় এলাকায় তার সহযোগী শম্ভু পাল বাড়ি অশোকনগর কচুয়া এলাকায়। 

প্রসঙ্গত আগস্ট মাসের ৪ তারিখ অশোকনগর বুজরুক দীঘা দোগাছিয়া এলাকায় রাস্তার পাশে গলাকাটা অবস্থায় এক অজ্ঞাত পরিচয় যুবকের মৃতদেহ উদ্ধার হয়। 

তদন্তে নেমে পুলিশ শুধুমাত্র একটি বাসের টিকিট উদ্ধার করেছিল সেই ঘটনায় দুই অভিযুক্ত গ্রেফতার। 

পরবর্তীতে মৃত যুবকের নাম পরিচয় জানা যায় তার বাড়ি মেদিনীপুরের নন্দীগ্রাম এলাকায় যুবক মানসিক ভারসাম্যহীন হয়ে যাওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। 

তবে কি কারণে খুন তদন্ত করছে অশোকনগর থানার পুলিশ শনিবার অভিযুক্ত বিএসএফ কর্মীকে উত্তর প্রদেশ থেকে গ্রেফতার করে অশোকনগরে নিয়ে আসে রবিবার পুলিশ হেফাজত চেয়ে বারাসাত আদালতে পেশ করে অশোকনগর থানা।


Loading

Leave a Comment