মা দুর্গার সাথে অসুরের বদলে মোদির মুখ দিয়ে বিকৃত ছবি দিয়ে পোস্ট তৃণমূল প্রধানের, প্রতিবাদে বিজেপি 

এই সংস্কৃতি বন্ধ হওয়া দরকার 

এই পোস্ট ঘিরেই বিতর্ক 

আজ খবর (বাংলা),  [রাজ্য], বাগদা, উত্তর ২৪ পরগণা, ১৩/০৯/২০২৫ : মা দুর্গার সঙ্গে অসুরের ছবি বিকৃত করে প্রধানমন্ত্রীর  ছবি দিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট বাগদার মালিপতা গ্রাম পঞ্চায়েত প্রধানের , গ্রেপ্তারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির । 

উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের মালিপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মন্ডলের সামাজিক মাধ্যমের পেজ থেকে মা দুর্গার ছবি পোস্ট করা হয়েছে সেখানে অসুরের জায়গায় রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবি । এই ছবি পোস্ট করতেই বিতর্ক তৈরি হয়েছে মালিপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায় । প্রধানের গ্রেপ্তারের দাবিতে ই-মেইল মারফত বাগদা থানায় লিখিত অভিযোগ জানিয়ে শুক্রবার সন্ধ্যায় বিক্ষোভ ও নাটাবেরিয়া বাজারে বনগাঁ সিন্দ্রানী রাজ্য সড়ক অবরোধ করে বাগদা তিন নম্বর মন্ডল বিজেপির কর্মী সমর্থকরা । বিজেপি কর্মী সমর্থকরা ওই প্রধানের গ্রেপ্তারের দাবি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে । 

এই বিষয়ে জেলা বিজেপি নেতা অমৃতলাল বিশ্বাস জানিয়েছেন, “একজন প্রধান হয়ে সামাজিক মাধ্যমে এই ধরনের পোস্ট । আমরা ইমেইল মারফত বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।  অবিলম্বে প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন হবে।” 

অভিযুক্ত মালিপোতা গ্রাম পঞ্চায়েত প্রধান দেবব্রত মণ্ডল জানিয়েছেন, “আমার সামাজিক মাধ্যম থেকে পোস্ট হবার পরে সেটা ডিলিট করে দেয়া হয়েছে । এটা ভুল হয়েছে বুঝেই ডিলিট করে দেওয়া হয়েছে । বিজেপির আজকের আন্দোলনের কোন প্রয়োজন ছিল না। প্রধানমন্ত্রী সম্পর্কে এই পোষ্ট করা উচিত হয়নি।  কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কে নিয়ে বিজেপির আইটি সেল যেটা করে তাহলে তো তাদের বিরুদ্ধে আগে ব্যবস্থা নেওয়া উচিত।”


Loading

Leave a Comment