সাইরাং থেকে অচিরেই রাজধানী এক্সপ্রেস যাবে দিল্লীতে , জুড়বে কলকাতাও

আজ খবর (বাংলা), আইজল, মিজোরাম, ১৩/০৯/২০২৫ : মিজোরামে রেলপথের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জাতির উদ্দেশ্যে অর্পিত হল বাইরাবি-সাইরাং এক্সপ্রেস ট্রেন।
মিজোরাম সফরে গিয়ে আজ আইজলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিজোরামের প্রথম রেলপথের উদ্বোধন করলেন। চলতে শুরু করল বাইরাবি-সাইরাং এক্সপ্রেস। এই দুই স্টেশনের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। মোট ৮০৭০ কোটি টাকা ব্যয়ে এই রেলপথ মিজোরামকে রেলপথে জুড়বে দেশের বাকি অংশের সাথে. এই রেলপথ এরপর হয়ত আরও সম্প্রসারিত হবে. ভারতীয় রেলের এই উদ্বোধনের জন্যে মুখিয়ে ছিলেন মিজোরামবাসী। শনিবার মিজোরামবাসীদের সেই প্রত্যাশা পূর্ণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
উদ্বোধন অনুষ্ঠানে নরেন্দ্র মোদী আজ বলেন, “এই রেললাইন শুধুমাত্র একটা যোগাযোগ ব্যবস্থা নয়, এটা হল পরিবহনের লাইফলাইন। এই রেল লাইন দিয়েই এই রাজ্যে আরও উন্নয়ন হবে. আজ একটি ঐতিহাসিক দিন,বিশেষ করে মিজোরামবাসীর কাছে। কেননা এই রেল লাইন দিয়েই মিজোরামের চাষীরা এবং ব্যবসায়ীরা দেশের আরও অনেক বাজারে নিজেদের পণ্য বাজারজাত করার সুযোগ পাবেন। স্বাধীনতার সংগ্রাম হোক অথবা দেশ তৈরির কাজ, মিজোরাম চিরকালই সাহসিকতা এবং একাগ্রতার সাথে এগিয়ে এসেছে. এই রাজ্যের লালনু রুপুইলিয়ানি কিংবা পাসালথা খুয়াংচেরা আজ সমগ্র জাতির অনুপ্রেরণা। আমার খুব ভালো লাগছে, কয়েক বছর আগে আমার সৌভাগ্য হয়েছিল এখানে রেলপথ প্রকল্পের শিলান্যাস করার আর আজ এখানে আমি গর্বের সাথে রেলপথের উদ্বোধন করলাম. এই রেলপথ ধরেই মিজোরামের সাইরাং থেকে দিল্লীর পথে রাজধানী এক্সপ্রেসও ছুটবে।”

প্রধানমন্ত্রীর মিজোরাম সফরকে কেন্দ্র করে নিরাপত্তা যথেষ্ট আঁটোসাঁটো করা হয়েছে। ইমফলের প্রায় সব রাস্তায় পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি রয়েছে। ১৩ তারিখ থেকে ১৫ তারিখ পর্যন্ত নরেন্দ্র মোদী পাঁচ রাজ্যে সফর করবেন. মিজোরাম থেকে তিনি যাবেন মণিপুরে , সেখান থেকে যাবেন আসামে এবং ১৫ তারিখে আসবেন কলকাতায়। সেদিন ফোর্ট উইলিয়ামে তিনি একটি বিশেষ বৈঠকে যোগ দেবেন। সেনাবাহিনীর (সিসিসি) সেই বৈঠকে উপস্থিত থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। কলকাতা থেকে প্রধানমন্ত্রী যাবেন বিহারে। এই পাঁচ রাজ্যে তিনি মোট ৭১,৮৫০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন।