লিটন দাসের ব্যাটিং ছিল দেখার মত

আজ খবর (বাংলা), [খেলা], দুবাই, আরব আমিরশাহী, ১২/০৯/২০২৫ : এশিয়া কাপ টুর্নামেন্টে তাদের প্রথম ম্যাচে খেলতে নেমে ভালোভাবেই জয় পেল বাংলাদেশ। প্রতিপক্ষ হংকংকে তারা হারিয়ে দিয়েছে ৭ উইকেটে।
প্রথমে ব্যাট করতে নেমে হংকং ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মোট ১৪৩ রান তুলে নেয়. ১৪৪ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ ধীরে সুস্থে এগোতে থাকে। অধিনায়ক লিটন দাসের হাফ সেঞ্চুরির সুন্দর একটা ইনিংসের দৌলতে বাংলাদেশ ১৪ বল বাকি থাকতেই অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যেতে সমর্থ হয়। বাংলাদেশ জিতে যায় ৭ উইকেটে।
গতকালের ম্যাচের উল্লেখযোগ্য অংশ বলতে হংকং দলের নিজাকত খান ৪২, জিসান আলী ৩০ রান তোলেন। তাদের তাঞ্জিম হাসান সাকিব ২১ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। এছাড়া বাংলাদেশের লিটন দাস ৫৯, তৌহিদ হৃদয় ৩৫ (অপরাজিত) রান তোলেন। বাংলাদেশের আতিক ইকবাল ১৪ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। ৩৯ বলে ৫৯ রান করে লিটন দাস প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন।
আজ এশিয়া কাপের চতুর্থ খেলায় পাকিস্তান খেলতে নামছে তাদের প্রথম ম্যাচ। প্রতিপক্ষ ওমান।