অরেঞ্জ লাইন মেট্রোর জট কাটাতে আজ সব পক্ষের বৈঠক 

এই রুটে মেট্রো চালু হয়ে গেলে অসংখ্য মানুষের সুবিধা হবে, অফিসযাত্রীদের ভোগান্তিও কমবে 

আজ খবর (বাংলা), [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৯/০৯/২০২৫ :  কলকাতার নিউ গড়িয়া ও দমদম এয়ারপোর্ট রুটে  মেট্রো রেলপথ  (অরেঞ্জ রুট) নির্মাণের জট কাটাতে আজ সব পক্ষ বৈঠকে বসতে  চলেছে। 

নিউ গড়িয়া থেকে সল্টলেক এবং নিউ টাউনকে স্পর্শ করে দমদম এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো রেল নির্মাণের কাজ আটকে আছে  মেট্রোপলিটন বাইপাসের চিংড়িঘাটার কাছে। নিউ গড়িয়া থেকে দমদম এয়ারপোর্ট  এই মেট্রো লাইনকেই  বলা হয় অরেঞ্জ লাইন।  মেট্রোর এই কাজ  দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু চিংড়িঘাটার কাছে মাত্র ৩৬৬ মিটার জায়গা নিয়ে সমস্যা তৈরি হাওয়ায় এই কাজ থমকে যায়। চিংড়িঘাটার এই জায়গায় রাস্তার ওপর প্রচন্ড চাপ থাকে যানবাহনের। সেক্ষেত্রে এই রাস্তার বিশেষ এই অংশটুকুকে বন্ধ করে মেট্রোর নির্মাণকাজ চালাতে দেওয়া যাচ্ছে না।

রাজ্য পুলিশের বক্তব্য, এই চিংড়িঘাটা করিডোর আসলে উত্তর ও দক্ষিন কলকাতার সবচেয়ে বড় সংযোগ স্থলে পরিণত হয়েছে। এই মোড় দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি যাতায়াত করে। অসংখ্য মানুষ এই পথ রোজ ব্যবহার করেন। অফিস টাইমে ভীড় আরও বেড়ে যায়। তখন ব্যাপক ট্রাফিক জ্যাম লেগে যায়। এই পরিস্থিতিতে রাস্তা বন্ধ করে মেট্রোর কাজ চালানো হলে কলকাতার ট্রাফিক সিস্টেম ভেঙে পড়তে পারে বলে মনে করা হচ্ছে। এই কারণেই এখনই মেট্রো নির্মাণের অনুমতি দিতে পারছে না রাজ্য  সরকার। 

গোটা বিষয়টি পৌঁছায় আদালতে। আদালতের নির্দেশেই আজ সব পক্ষ কলকাতার পার্ক স্ট্রিটে মেট্রো ভবনে একটি বৈঠকে মিলিত হয়ে সমাধান সূত্র খোঁজার চেষ্টা করবে। এই বৈঠকে অংশ নেবে মেট্রো কর্তৃপক্ষ, ইস্টার্ন রেল,  রেল বিকাশ নিগম লিমিটেড, কলকাতা ট্রাফিক পুলিশ, রাজ্য পুলিশ এবং রাজ্য সরকারের প্রতিনিধিরা। জনস্বার্থে এই মেট্রো  রুটের জট কাটানো যায় কিনা,  কোনোভাবে চিংড়িঘাটা মোড়ে আন্ডারপাস বা ফ্লাই ওভার বানিয়ে মেট্রোর কাজ শেষ করা যায় কি না, সেইসব সম্ভাব্নাগুলোই খতিয়ে দেখা হবে আজকের বৈঠকে।


Loading

Leave a Comment