দমকল মন্ত্রী সুজিত বসু পুজো দিলেন তারাপীঠে 

সংবাদ মাধ্যমকে উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন দমকল মন্ত্রী 

আজ খবর (বাংলা), [রাজ্য], তারাপীঠ, বীরভূম, ০৮/০৯/২০২৫ : তারাপীঠে পরিবারের সঙ্গে পুজো দিলেন দমকল মন্ত্রী সুজিত বসু, উন্নয়নের খতিয়ান তুলে ধরলেন সংবাদমাধ্যমের সামনে ।

আজ সোমবার দুপুরে বীরভূমের শ্রদ্ধেয় তারাপীঠ মন্দিরে পুজো দিতে আসেন রাজ্যের ডোমকল দপ্তরের মন্ত্রী সুজিত বসু। পরিবারের সদস্যদের নিয়ে তিনি এদিন সকালেই তারাপীঠে পৌঁছন। মন্দিরে পূজা অর্চনা করার পর মন্ত্রী ও তার পরিবার গোটা মন্দির চত্বর প্রদক্ষিণ করেন এবং ভক্তদের সঙ্গে কথা বলেন। মন্দিরের পবিত্র পরিবেশে পুজো দেওয়ার পর তিনি জানান, এই সফর তাঁর কাছে ভক্তির পাশাপাশি আত্মিক শান্তিরও এক বিশেষ মুহূর্ত।

পুজো শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ডোমকল মন্ত্রী জানান, জেলার একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় দমকল দফতরের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। বিশেষ করে নলাটি, তারাপীঠ, লাভপুর ও মুরারই—এই চারটি এলাকায় দমকল ভবন তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। অনেকটাই প্লেটিং-এর কাজ সম্পন্ন হয়েছে এবং খুব শীঘ্রই আধুনিক সুবিধাসম্পন্ন দমকল অফিস গড়ে উঠবে বলে আশ্বাস দেন মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, রাজ্য সরকারের উদ্যোগে জেলার মানুষকে নিরাপত্তা ও পরিষেবার ক্ষেত্রে আরও সুরক্ষিত করার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে। ভবিষ্যতে এই চারটি নতুন দমকল কেন্দ্র চালু হলে দুর্ঘটনা মোকাবিলা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

তারাপীঠ মন্দিরে মন্ত্রীর আগমনকে ঘিরে সাধারণ ভক্তদের মধ্যেও কৌতূহল ছিল চোখে পড়ার মতো। অনেকেই তাঁকে শুভেচ্ছা জানান ও দমকল দফতরের আসন্ন কাজ নিয়ে আশা প্রকাশ করেন।


Loading

Leave a Comment