আজ রাতে চন্দ্রগ্রহন দেখা যাবে ভারত থেকে

রাত্রি ১২টা  নাগাদ চূড়ান্ত পর্যায়ের চন্দ্রগ্রহণ 

আজ খবর (বাংলা), [দেশ], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৭/০৯/২০২৫ :  আজ  পূর্ণগ্রাস চন্দ্রগ্রহন দেখতে পাওয়া যাবে ভারতের বিভিন্ন জায়গা  থেকে। এমনকি পাকিস্তান এবং চীন থেকেও দেখতে পাওয়া যাবে চন্দ্রগ্রহন। কলকাতা থেকেও দেখা যেতে পারে। তবে  নির্ভর করছে মেঘমুক্ত আকাশের ওপর.।

আজ রাজধানী দিল্লীর আকাশে রাত্রি ৮:৫৭ মিনিট থেকে চন্দ্রগ্রহন শুরু হয়ে যাবে।  রাত্রি ৯:৫৭ মিনিটে সেটা আংশিক চন্দ্রগ্রহনে পরিণত হবে। তারপর ধীরে ধীরে তা  পরিণত হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহনে।  এই চন্দ্রগ্রহনের চূড়ান্ত পর্যায়টুকু দেখতে পাওয়া যাবে রাত্রি ১১:৪৮ মিনিটে। আর এই চন্দ্রগ্রহন চলতে থাকবে ৪৮ মিনিট ধরে। তারপর সবকিছুই ফের পরিষ্কার হয়ে যাবে। 

আজ আকাশে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখার জন্যে বেশ আগ্রহ দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে। তবে খালি চোখে চন্দ্রগ্রহন বা সূর্যগ্রহণ কোনোটাই দেখা উচিত নয়। এর জন্যে ঘন কালো চশমা ব্যবহার করলে ভালো হয়।  আজ সূর্য ও চন্দ্রের মাঝে চলে আসছে পৃথিবী। চন্দ্রের গায়ে পৃথিবীর ছাওয়া পড়লে চন্দ্র অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। যাকে চন্দ্রগ্রহন  বলে। সাধারণত আকাশে পূরণ চন্দ্র বিরাজমান থাকাকালীনই চন্দ্রগ্রহন হয়। 


Loading

Leave a Comment