শোকের ছাওয়া নেমেছে কাশিপুর গ্রামে

আজ খবর (বাংলা) [দেশ], পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, ০৬/০৮/২০২৫ : রাজস্থানের জয়পুরে অতিবৃষ্টির কারনে ভেঙেপড়ায়া বাড়িতে চাপা পরে প্রাণ হারালেন পশ্চিমবঙ্গের বাসিন্দারা।
রাজস্থানের জয়পুরের সুভাষচকে ভয়াবহ দুর্ঘটনা। টানা ভারী বৃষ্টির জেরে ভেঙে পড়ল একটি বাড়ি। বাড়িটিতে মূলত পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বহু গয়না কারিগর বসবাস করতেন। ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারালেন পূর্বস্থলী ব্লকের ঝাউডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কাশিপুর গ্রামের বাসিন্দা প্রভাত বাগদি (৩৫) ও তাঁর পাঁচ বছরের কন্যা পিউ বাগদি। ঘটনায় আহত হয়েছেন প্রভাত বাগদির স্ত্রী সুমিত্রা বাগদি সহ এই এলাকারই বাসুদেব বাগদি, সুপর্ণা বাগদি, সোনু বাগদী, ঋষি বাগদি।
দুর্ঘটনার পর ব্যাপক উদ্ধারকাজ শুরু করে স্থানীয় প্রশাসন ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দল। এখনও পর্যন্ত ৫ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। তাঁদের মধ্যে একজনকে গুরুতর আহত অবস্থায় জয়পুরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের অবস্থা আপাতত স্থিতিশীল।
তবে আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পূর্ব বর্ধমানের কাশিপুর গ্রামে। মৃতের পরিজনেরা জানাচ্ছেন এলাকায় কাজ নেই, তাই বাধ্য হয়েই যেতে হয়েছে ভিন রাজ্যের কাজে।