এশিয়া কাপের মাঠে গা ঘামাতে শুরু করল ভারত 

দলে পুরোনো মুখের পাশে রয়েছে এক ঝাঁক নতুন মুখও। দেশবাসীর প্রত্যাশা থাকবে তাঁদের কাছে। 

আজ খবর (বাংলা), [খেলা], দুবাই, আরব আমিরশাহী, ০৬/০৯/২০২৫ : আসন্ন এশিয়া কাপে খেলতে ভারত আরবের মাটিতে গা ঘামাতে শুরু করল। অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে গোটা দলকেই আজ চাঙ্গা লেগেছে। এশিয়া কাপে খেলার জন্যে মুখিয়ে রয়েছে গোটা দল। 

আগামী ৯ তারিখ থেকে আরবের মাটিতে শুরু হতে চলেছে এশিয়া কাপ। এশিয়া মহাদেশের আটটি দেশ অংশ নিচ্ছে এই টি ২০ টুর্নামেন্টে। এই দেশগুলি হল আফগানিস্তান, বাংলাদেশ, হংকং, ভারত, ওমান, পাকিস্তান, শ্রীলংকা ও আরব আমিরশাহী। আগামী ১০ তারিখে আরবের সাথে দুবাইতে খেলা হবে ভারতের।  ওটাই ভারতের প্রথম খেলা এই টুর্নামেন্টে। 

ভারত পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে আগামী ১৪ তারিখ রবিবার। খেলা শুরু হবে রাত্রি আটটায়। সোনি স্পোর্টস নেটওয়ার্ক টিভি চ্যানেলে এই ম্যাচগুলির সরাসারি সম্প্রসারণ দেখতে পাওয়া যাবে। 

ভারতীয় দল — হেড কোচ গৌতম গম্ভীর, অধিনায়ক সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্যিয়া, সনজু স্যামসন , তিলক ভার্মা, বরুন চক্রবর্তী, কুলদীপ যাদব, রিংকু সিং, শুভমন গিল (সহ অধিনায়ক), অভিষেক  শর্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেন শর্মা (উইকেট রক্ষক), যশপ্রীত  বুমরাহ, অর্শদীপ সিং, হরষিত রানা। রিজার্ভ বেঞ্চ — প্রসিদ্ধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুয়েল ও যশস্বী জয়সোয়াল। বোলিং কোচ হিসেবে থাকছেন মর্নে  মরকেল।

# ‘আজ খবর’ ধারাবাহিকভাবে এশিয়া কাপের সব খবর পৌঁছে দেবে পাঠকের কাছে। নজর রাখুন ‘আজ খবর’ এ। 


Loading

Leave a Comment