হতাহতের সম্পূর্ণ বিবরণ এখনো এসে পৌঁছায় নি

আজ খবর (বাংলা), ব্রেকিং নিউজ [আন্তর্জাতিক], কাবুল, আফগানিস্তান, ০৫/০৯/২০২৫ : আফগানিস্তানে ফের বড়সড় ভূমিকম্পের ঘটনা ঘটল। গতকাল রাত্রি থেকে শুরু করে মাঝরাত্রি পর্যন্ত ভূমিকম্পের সিরিজ ঘটতে দেখা গিয়েছে। ভূমিকম্পের আতঙ্কে সারারাত মানুষকে রাস্তাঘাটে ছোটাছুটি করতে দেখা গিয়েছে।
আফগানিস্তানে গতকাল ভূমিকম্পের ঘটনা ঘটে রাত্রি সাড়ে দশটা নাগাদ। আফগানিস্তানের বিভিন্ন জায়গায় ঝাঁকুনি অনুভব করা যেতে থাকে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৮; কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৬০ কিলোমিটার নিচে। এই ভূকম্পের ঘটনাটি ঘটেছে গতকাল রাত্রি ১০ টা বেজে ২৬ মিনিট নাগাদ। গতকাল মধ্যরাতেও আফগানিস্তানে আর একটি ভূমিকম্পের ঘটনা ঘটেছিল, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.১; সেটি ঘটেছিল ২৩টা ৫৮ মিনিটে। কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৬০ কিলোমিটার গভীরে।
এরপর মধ্যরাত্রে ৩ টে বেজে ১৬ মিনিটে আফগানিস্তান ফের কেঁপে ওঠে ভূমিকম্পের জেরে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৯; এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১২০ কিলোমিটার গভীরে। এই কম্পনের আগে আবার একটি কম্পন অনুভূত হয়েছিল, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪.১; আফগানিস্তান জুড়ে বার বার ভূমিকম্পের ঘটনা ঘটতে থাকায় আতঙ্কে রয়েছে মানুষ। গতকাল সারারাত আফগানিস্তান এর মানুষের বিনিদ্র রাত্রি কেটেছে। আতঙ্কে তাঁরা ঘরবাড়ি থেকে বেরিয়ে বাইরে আশ্রয় নিয়েছিলেন।
গতকাল সিরিজ ভূমিকম্পের জেরে আফগানিস্তানে বেশ কিছু রাস্তায় ধ্বস নেমেছে। কিছু সড়কে গাছ উপরে পড়ে রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। দিন দুয়েক আগেই আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছিল, যে ঘটনার জেরে অন্তত ১৪০০ মানুষের মৃত্যু হয়েছিল এবং অন্তত ৩০০০ মানুষ আহত হয়েছিলেন। সেই ঘটনায় বিশ্বের অন্যান্য দেশের মত ভারতও আফগানিস্তানে ত্রাণ পাঠিয়েছিল। সেই ঘটনার রেশ কাটতেই ফের ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটে গিয়েছে আফগানিস্তানে। হতাহত বা বিপর্যয়ের সম্পূর্ণ খবর এখনো এসে পৌঁছায় নি আফগানিস্তান থেকে।
তিব্বত থেকেও ভূমিকম্পের খবর আসছে। তিব্বতে গতকাল রাত্রি ২:৫০ মিনিট নাগাদ ভূমিকম্পের ঘটনা ঘটেছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৮; ভূকম্পের কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। তিব্বতেও গত কয়েকদিন ধরে ক্রমাগত ভূমিকম্পের ঘটনা ঘটে চলেছে। তবে গতকালের ভূকম্পের ঘটনায় তিব্বত থেকে হতাহতের খবর নেই।