বৃষ্টিতে বিপর্যস্ত গ্রামের পর গ্রাম, হুড়মুড়িয়ে নামছে ধ্বস

আজ খবর (বাংলা), [দেশ], শ্রীনগর, জম্মু ও কাশ্মীর, ৩০/০৮৯/২০২৫ : জম্মু ও কাশ্মীরের রামবানে আচমকা মেঘভাঙা বৃষ্টি এবং হড়পা বানের জোড়া আঘাতে জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। ঐ এলাকায় প্রাকৃতিক দুর্যোগে মারা গিয়েছেন ৪ জন এবং একজন নিখোঁজ বলে জানানো হয়েছে।
বেশ কিছুদিন ধরেই কাশ্মীর উপত্যকায় অতিবৃষ্টি হয়ে চলছিল.যার জেরে পাহাড়ের বিভিন্ন জায়গায় ধ্বস নামতে শুরু করেছিল। আগস্ট মাসের ৩০ তারিখ থেকে সেপ্টেম্বর মাসের ২ তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তরের সতর্কতা ছিল প্রবল বর্ষণের। আজ হঠাৎ করে রামবানে মেঘ ভাঙা বৃষ্টি আর সেই সাথে হড়পা বনের আঘাতে রামবানের পরিস্থিতি বিপদসংকুল হয়ে ওঠে।
মেঘভাঙা বৃষ্টির জন্যে রামবানে বেশ কিছু বাড়িঘর ভেঙে গিয়েছে। একটি স্কুলবাড়ি সম্পূর্ণ ভেঙে গিয়েছে। উপড়ে পড়েছে বেশ কিছু গাছ। এই ঘটনায় মোট ৪ জনের মৃত্যু হয়েছে এবং একজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তার খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। জম্মু ও কাশ্মীরের রামবান, রিয়াসি, পুঞ্চ , জম্মু, উধমপুর, কাঠুয়া ও অন্যান্য জেলাগুলিতে প্রবল বর্ষণের সম্ভাবনার কথা বলা হয়েছে। এই জায়গাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে।
দিল্লীর মৌসম ভবন সতর্ক করেছে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ উত্তরাখন্ড রাজ্যগুলিকে। ত্রাণ বণ্টনের জন্যে প্রস্তুত রাখা হয়েছে সেনাবাহিনীকে, যদিও ইতিমধ্যেই সেনাবাহিনী ত্রাণ বন্টনের কাজ শুরু করে দিয়েছে কাশ্মীর উপত্যাকার বিভিন্ন জায়গায়।
