প্রয়াত মায়ের নাম কটু কথা বলাটা উচিত করেন নি রাহুল গান্ধী, মনে করছে রাজনৈতিক মহল

আজ খবর (বাংলা), [রাজনীতি] গুয়াহাটি, আসাম, ২৯/০৮/২০২৫ : রাহুল গান্ধীর উচিত নরেন্দ্র মোদীর কাছে ক্ষমা চেয়ে নেওয়া। তিনি রাজনীতিকে যে স্তরে নামিয়ে নিয়ে যাচ্ছেন, তা কখনোই মেনে নেওয়া যায় না।
রাহুল গান্ধী ঘুষপেটিয়া যাত্রায় গিয়ে তেজস্বী যাদবের সাথে এক শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন। এরপর তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর প্রয়াত মায়ের নামে কটু কথা বলেন। রাহুল গান্ধীর ঐ বক্তব্য সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। ওই বক্তব্যের জন্যেই আহুল গান্ধীর ক্ষমা চেয়ে নেওয়া উচিত নরেন্দ্র মোদীর কাছে বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
অমিত শাহ বলেন, অতীতে অনেকেই নরেন্দ্র মোদীর নামে অবমাননাকর বক্তব্য রেখেছেন। সেই তালিকার মধ্যে রয়েছে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মণিশঙ্কর আইয়ার, জয়রাম রমেশ ও রেণুকা চৌধুরীর নাম। মোদিকে মৃত্যুর সওদাগর, বিষাক্ত স্যাপ, রাবণ এমনকি ভাইরাস বলেও অপমান করা হয়েছে। কিন্তু এবার রাহুল গান্ধীর মুখ থেকে নরেন্দ্র মোদিকে অপমান করতে অত্যন্ত কটু বাক্য শোনা গেল, তবে এবার সেই কটু কথায় নাম ছিল নরেন্দ্র মোদির প্রয়াত মায়ের। অমিত শাহ এদিন বলেন, “ওরা যত নরেন্দ্র মোদিকে ,ততই পদ্ম ফুটবে সর্বত্র।”