ভারতের বাণিজ্য নীতিকে ‘অন্যায্য’ বলল আমেরিকা

ভারতের সাথে বাণিজ্য করে রাশিয়াকে দোষারোপ নয়, একই বাণিজ্য আরও বেশি করেও চীনকে দোষারোপ নয়, শুধু গর্জন ভারতকে নিয়ে ! উঠছে প্রশ্ন 

আজ খবর (বাংলা), আন্তর্জাতিক] ওয়াশিংটন ডিসি, মার্কিন যুক্তরাষ্ট্র, ২৯/০৮/২০২৫ :  ভারতের বাণিজ্যনীতিকে ফের একবার দুষল আমেরিকা। ভারত যেভাবে রাশিয়ার থেকে তেল এবং অস্ত্র কিনে নিচ্ছে সেই নীতিকেই মূলত আঘাত করতে চাইলো আমেরিকা। 

মার্কিন যুক্তরাষ্ট্রের তর্জন গর্জনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ভারত।  আমেরিকা নিজেদেরকে সব দেশের মালিক  বা প্রভু ভাবতে শুরু করেছে। কোন দেশ অন্য কোন দেশের সাথে কি বাণিজ্য নীতি নিয়ে চলবে সেটা কি আমেরিকা স্থির করে দেবে ?  যেভাবে আমেরিকা ভারতের ওপর বিনা নোটিশে শুল্ক বৃদ্ধি করে ৫০% করে দিয়েছে, তাতে অদূর ভবিষ্যতে আমেরিকার সাথে বাণিজ্য একেবারেই তলানিতে গিয়ে পৌঁছাবে, এমনকি আমেরিকায় আর রপ্তানি করবে কি না তা ভাবতে হবে ভারতকে।  আমাদের দেশ যে সব পণ্য আমেরিকাকে পাঠাচ্ছে, সেইসব পণ্য আমেরিকার বদলে অন্য দেশকেপাঠাতে, তার মার্কেট তৈরি করতে একটু হয়ত সময় লাগবে। কিন্তু সেই বাজার তৈরি করা অসম্ভব নয়। তাছাড়া ভারতের উৎপাদন করা সেই সব পণ্যের যথেষ্ট চাহিদা রয়েছে আন্তর্জাতিক বাজারে। 

রাশিয়া থেকে ভারত যেহেতু প্রচুর পরিমানে তেল ও অস্ত্র কিনছে সেই কারণেই ভারতীয় বাণিজ্যের ওপর অবরোধ করতে চাইছে আমেরিকা। অথচ রাশিয়া যে ভারতকে তেল ও অস্ত্র সরবরাহ করছে, সেই রাশিয়ার ওপর কোনো চাপ দেয় নি আমেরিকা। রাশিয়ার তেল ও অস্ত্রের সব থেকে বড় ক্রেতা হল চীন, অথচ তাদের ওপর কোনো আক্রমন নেই. অবরোধ নেই। অথচ  সব আক্রমন শুধুমাত্র ভারতের ওপরেই কেন ? উঠছে প্রশ্ন। 

হোয়াইট হাউসের বাণিজ্য উৎপাদন বিষয়ক সিনিয়র কাউন্সিলর পিটার নাভারো  “বলেছেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ভারতীয় পণ্যের ওপর  ৫০% শুল্ক ধার্য্য করেছেন,  সেটা একেবারে সঠিক পদক্ষেপ।  ভারতের বৃহৎ তেল লবি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রকে ক্রেমলিনের জন্যে একটি বিশাল তেল পরিশোধন কেন্দ্র এবং অর্থ পাচারের কেন্দ্র করে তুলেছে।  ভারতীয় পরিশোধকরা সস্তায় রাশিয়া থেকে তেল কেনে এবং তা পরিশোধন করে নিরপেক্ষতার ভান করে ইউরোপে, আফ্রিকায় এবং এশিয়ার অন্যান্য দেশে সরবরাহ করে। ভারতের বাণিজ্যনীতি অন্যায্য, এবং ইউক্রেনের ওপর রাশিয়ার আগ্রাসনের বিষয়ে ভারতীয় বাণিজ্য নীতি একটা লাইফ লাইন হিসেবে কাজ করে চলেছে। এটা  বন্ধ করতেই ভারতীয় পন্যের ওপর শুল্ক বাড়িয়েছে আমেরিকা।”

আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “আমেরিকার পাল্টা হিসেবে মার্কিন পণ্যের ওপর ভারত ১০০% শুল্ক চাপিয়ে দিক.” আপনি কি সমর্থন করেন  কেজরিওয়ালের এই বক্তব্যকে ? সংক্ষেপে কমেন্ট করুন।  [আজ খবর]


Loading

Leave a Comment