দেশের সর্বত্র পালিত হয়েছে গণেশ পূজা

আজ খবর (বাংলা), [বিনোদন] মুম্বই, মহারাষ্ট্র, ২৮/০৮/২০২৫ : মুম্বইয়ে গতকাল সপরিবারে গণেশ চতুর্থী পালন করলেন সুপারস্টার সলমন খান। গণেশ পূজা আরতি করার ছবি তিনি নিজেই পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
ইনস্টাগ্রামের একটি পোস্টে দেখা গিয়েছে সলমন খানের মা সালমা খান ও বাবা সেলিম খানের সাথে দাঁড়িয়ে গণেশ পুজো করছেন, প্রদীপ জ্বেলে আরতি করছেন সলমন খান। পাশে দাঁড়িয়ে রয়েছেন এক পুরোহিত। ভিডিওটির শুরুতে দেখা যায়, ফুলের সাজে সজ্জিত রয়েছে গনেশজির মূর্তি। প্রথমে তাঁকে আরতি করেন সলমনের মা সালমা খান, তারপর সলমনের বাবা (প্রাক্তন গীতিকার) সেলিম খান . এরপর গনপতজিকে আরতি করেন সলমন নিজে।
আরতির সময় সলমন পড়েছিলেন একটি কালো শার্ট ও একটি ঘি রঙের প্যাণ্ট। নেপথ্যে শোনা যাচ্ছিল গণপতি ভজন। পুজোর সময় উপস্থিত ছিলেন সলমন খানের গোটা পরিবার। পুজোয় অংশ নিয়েছেন আরবাজ খান, সোহেল খান সহ পরিবারের অন্যান্য সদস্যরা। সলমনের বাড়িতে পুজোর সময় উপস্থিত ছিলেন অভিনেতা রীতেশ দেশমুখ ও তাঁর স্ত্রী জেনেলিয়া ডিসুজা।
গতকাল শুধু মুম্বাইয়েই নয়, দেশের সর্বত্র ঘরে ঘরে পুজো হয়েছে শ্রীগণেশের । গতকাল ধুমধাম করে পুজো করেছেন প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকরও। উপস্থিত ছিল তাঁর গোটা পরিবার।