বিন্দুমাত্র দেরি করলে আটকে পড়া এবং উদ্ধার করতে যাওয়া সকলেই ভেসে যেতে পারতেন।

আজ খবর (বাংলা), [দেশ], পাঠানকোট, পঞ্জাব, ২৭/০৮/২০২৫ : অত্যন্ত সাহসীকতার সাথে পাঞ্জাবের পাঠানকোট জেলায় একটি ড্যাম থেকে ২২ জন সিআরপিএফ জওয়ান এবং ৩জন সাধারণ মানুষকে উদ্ধার করলেন ভারতীয় সেনাবাহিনীর জওয়ানরা। আর্মি সূত্রে জানা গিয়েছে আজ ভোর ৬টা নাগাদ হেলিকপ্টার নিয়ে ড্যামে গিয়ে পৌঁছান আর্মি সেনা জওয়ানরা। তারপর দুঃসাহসিক অভিযান চালিয়ে উদ্ধার করে নিয়ে আসেন সিআরপিএফ জওয়ান এবং সিভিলিয়ানদের।
আর্মি সূত্রে জানা গিয়েছে, উদ্ধার অভিযান চালানোর সময় আবহাওয়া ছিল অত্যন্ত প্রতিকূল, নদীর জল ছিল তীব্ৰ খরস্রোতা। বয়ে যাচ্ছিল বিপদ সীমার ওপর দিয়ে। বেশ চ্যালেঞ্জিং পরিস্থিতির মোকাবিলা করেই উদ্ধার করা হয়েছে আটকে পড়া সিআরপিএফ জওয়ান ও সিভিলিয়ানদের। এর জন্যে রীতিমত জীবন বিপন্ন করতে হয়েছে সেনা জওয়ানদেরও। একটি হেলিকপ্টার নিয়ে উদ্ধারকাজ চালানো হয়েছে এবং একে একে প্রত্যেককেই ওই বিল্ডিং থেকে বাইরে নিরাপদ জায়গায় নিয়ে আসেন সেনা জওয়ানরা। উদ্ধারকাজ শেষ হতে না হতেই যে বিল্ডিংয়ে আটকে পড়া মানুষরা আশ্রয় নিয়েছিল, সেই বিল্ডিং হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যায়।
সেনা জওয়ানরা যদি উদ্ধার করতে আর একটুও দেরি করতেন, তাহলে আটকে থাকা প্রত্যেকেরই সলিল সমাধি হত। এই ধরনের অভিযান ফের একবার প্রমান করে দিল কতটা পেশাদার মনোভাব নিয়ে পারদর্শিতার সাথে ভারতীয় সেনাবাহিনী কাজ করে. এটাই বুঝিয়ে দেয় যে দেশের প্রতি তাদের অঙ্গীকার কতটা মজবুত। উচ্চ হিমালয় অঞ্চলে প্রচুর বৃষ্টিপাতের জেরে পাঞ্জাবের পাঠানকোট, হরিদাসপুর, কাপুরথালা, গুরুদাসপুর, ফাজিলকে, তরণ তাড়ন , ফিরোজপুরের মত জেলাগুলি ডুবে রয়েছে।