নতুন প্রজন্মকে নতুন মঞ্চে প্রতিষ্ঠা করার লক্ষ্যে আজ করে যাচ্ছেন সুনন্দা

আজ খবর (বাংলা), [রাজ্য], শিলিগুড়ি, দার্জিলিং, ২৫/০৮/২০২৫ : শিলিগুড়ি শহরে গতকাল একটি ডান্স কম্পিটিশনের অডিশন হয়ে গেল। ‘নৃত্যকৃতি ২০২৫’ নামে এই ডান্স কম্পিটিশনে অংশ নেবেন বলে বিভিন্ন জায়গা থেকে ভীড় করেছিলেন ডান্সাররা।
‘নৃত্যকৃতি ২০২৫’ ডান্স অডিশনে যোগ দিতে গতকাল যাঁরা এসেছিলেন, তাঁদের প্রত্যেকের চোখে ছিল স্বপ্ন, কিছু করে দেখানোর অনন্ত বাসনা। আগামী প্রজন্মের ডান্সারদেরকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয়েছিল। একে একে তাদেরকেই নাচের তালে চিনে নেওয়া গেলো। ভারতীয় ধ্রুপদী নৃত্যশৈলীর পরিচয় যেমন পাওয়া গেল, তেমনি দেশের বিভিন্ন অঞ্চলের লোকনৃত্যের ছন্দও যেন মন মাতালো। পাশাপাশি পাশ্চাত্য নাচেও মন ভরে গিয়েছিল।
নৃত্যকৃতি ২০২৫ এর আয়োজক তথা প্রখ্যাত নৃত্যশিল্পী সুনন্দা সাহা বলছিলেন, “গতবার এই অডিশন নেওয়া হয়েছিল আলিপুর দুয়ারে, এবার অনুষ্ঠিত হল শিলিগুড়িতে। এরপর এই অনুষ্ঠানই করা হবে জলপাইগুড়িতে। মূল অনুষ্ঠানটি হবে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চে।” সুনন্দা বলছিলেন, “আগামী প্রজন্মকে সত্যিকারের ভালো মঞ্চ আর প্রতিষ্ঠা দিয়েযাওয়ার লক্ষেই কাজ করছি। আর সেই কারণেই এই নৃত্যকৃতি ডান্স কম্পিটিশন অনুষ্ঠানটি এত জনপ্রিয় হয়ে উঠেছে।”
নৃত্যকৃতি ২০২৫ অনুষ্ঠানটির সর্বত সাফল্য কামনা করে পৃষ্ঠপোষক হিসেবে পাশে দাঁড়িয়েছিল আজ খবর।
![]()