প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কি জেলে বসে দেশ চালাতে পারেন ? প্রশ্ন অমিত শাহের 

শাসক দলের আনা বিলকে সমর্থন করে জোর সওয়াল অমিত শাহের

আজ খবর(বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত, ২৫/০৮/২০২৫ :  প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী কি জেলে বসে দেশ চালাতে পারেন ? প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের।  সংসদে তাঁর পেশ করা বিল নিয়ে বিরোধীদের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন অমিত শাহ।

বাদল অধিবেশনের অন্তিম লগ্নে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংসদে তিনটি বিল পেশ করেছিলেন, যার মধ্যে একটি বিলকে নিয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছিল। ঐ  বিলে বলা হয়েছিল যে ভারতবর্ষের যে কোনো মন্ত্রী গুরুতর কোনো অভিযোগে ৩০ দিনের বেশি হাজতবাস করলে তাঁকে মন্ত্রীত্ব থেকে আইনত অপসারণ করা যাবে। অমিত শাহের পেশ করা এই বিল নিয়ে বিরোধীরা হট্টগোল শুরু করে দিয়েছিল সংসদের মধ্যেই। এই বিলকে বিরোধী জোট ‘কালো বিল’ হিসেবে তুলে ধরতে চেয়েছিল। সেই কালো বিল এর জবাবেই আজ অমিত শাহ প্রশ্ন তুলেছেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কি জেলে বসেই দেশ চালাবেন ?

অমিত শাহ আশা করছেন যে বিরোধী জোটের বহু নেতা নেত্রীরাই  তাঁর আনা এই বিলকে নৈতিকভাবে সমর্থন করবেন। অমিত শাহ এদিন তাঁর আনা বিল নিয়ে স্পষ্ট করে বলেন যে, “যে কোনো মন্ত্রী, তা সে মুখ্যমন্ত্রী  বা প্রধানমন্ত্রীই হন না কেন, যদি তিনি কোনো গুরুতর মামলায় জেলে যান এবং ৩১ দিন পর্যন্ত জামিন না পান, তাহলে তিনি নিজেই মন্ত্রীত্ব ছেড়ে সরে দাঁড়াবেন, নতুবা তাঁকে আইনের মাধ্যমে অপসারণ করা সম্ভব হবে। এটাই বলা হয়েছে ১৩০ নম্বর সোনাগশোধনী বিলে।”

এই বিলের চরম বিরোধিতা করেছে বিরোধী ঐক্য।  তাঁরা এই বিল নিয়ে সর্বোতভাবে বিরোধিতা করে যাবেন এবং দেশজুড়ে জনমত গড়ে তুলবেন।  বিরোধীদের বক্তব্য “এই বিল আসলে কেন্দ্রীয় এজেন্সিদের দিয়ে বিরোধী মন্ত্রীদের হেনস্থা করার পরিকল্পনা ছাড়া আর কিছুই নয়। তাই এই বিলকে কোনোভাবেই সমর্থন করা যাবে না।” 


Loading

Leave a Comment