বাদল অধিবেশনের শেষ দিনে মুলতুবি সংসদ

আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২১/০৮/২০২৫ : ৩০ দিনের বেশি সময় ধরে কোনো গুরুতর মামলায় জেল হেফাজতে থাকলে মন্ত্রীদের (এমনকি মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকেও) অপসারণ করা যেতে পারে, এই বিল প্রস্তাব গতকাল সংসদে পেশ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর পেশ করা তিনটি বিল নিয়ে গতকাল দেশজুড়েই হৈচৈ হয়েছে। আজ অমিত শাহের পেশ করা বিলকে সমর্থন জানালেন রাজ্যের বিজেপি নেতা দিলীপ ঘোষ।
দিলীপ ঘোষ আজ সাংবাদিকদের বলেন, “যাঁরা জেলে যেতে ভয় পান, তাঁরা এই বিল পাস্ হয়ে গেলে কি হবে তা নিয়ে চিন্তিত। তবে আমার বক্তব্য হল এই বিল দেশের গণতন্ত্রকেই শক্তিশালী করবে। এই ধরনের বিল আরও আগেই আসা উচিত ছিল। মানুষ দুর্নীতিগ্রস্ত কার্যকলাপে জড়িয়ে পড়েন, নির্বাচনে জয়লাভ করেন, জয়ী হন, নির্বাচিত হন, কিন্তু তাতে করে সমাজে একটা হতাশা তৈরি হয়।”
এদিকে গতকাল সংসদে তাঁর পেশ করা বিলগুলি নিয়ে আজ একটি নতুন প্রস্তাব উত্থাপন করবেন অমিত শাহ। তাঁর পেশ করা তিনটি গুরুত্বপূর্ণ বিলের জন্যে একটি যৌথ কমিটি গঠন করার জন্যে সম্মতি চাইবেন সংসদ থেকে। রাজ্যসভার কার্য তালিকা অনুযায়ী ১০ জন সদস্যের একটি যৌথ কমিটি গড়ে তোলা হবে। এই কমিটি অমিত শাহের পেশ করা বিলগুলি নিয়ে পর্যালোচনা করবে এবং সংসদে সুপারিশ করবে। তবে আজ বাদল অধিবেশনের শেষ দিন হওয়ায় সংসদ অনির্দিষ্টকালের জন্যে এবং রাজ্যসভা দুপুর দু’টো পর্যন্ত মুলতুবি রাখা হয়েছে।
![]()