দেশের পরবর্তী উপরাষ্ট্রপতি পদের জন্যে মুখোমুখি লড়াই করবেন একজন রাজ্যপাল ও একজন সুপ্রীম কোর্টের প্রাক্তন বিচারপতি

আজ খবর (বাংলা), [রাজনীতি], নতুন দিল্লী, ভারত, ১৯/০৮/২০২৫ : NDA উপরাষ্ট্রপতি পদে নিজেদের প্রার্থী হিসেবে মহারাষ্ট্রের রাজ্যপালের নাম তুলে ধরেছিল, এবার দেশের বিরোধী জোট ইন্ডিয়া ব্লক তাদের প্রার্থীর নাম ঘোষণা করল।
বিরোধী জোট ইন্ডিয়া ব্লক দেশের উপরাষ্ট্রপতি পদের জন্যে জানিয়ে যে নাম ঘোষণা করেছে সেই নাম হল বি সুদর্শন রেড্ডি। শ্রী রেড্ডি ভারতের প্রতিথযশা আইনজীবীদের মধ্যে অন্যতম এবং তিনি সুপ্রীম কোর্টের বিচারক ছিলেন। তিনি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের বিচারক ছিলেন এবং আসাম হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন। আইনের জগতে তাঁর যথেষ্ট সুনাম রয়েছে আমাদের দেশে।
প্রাক্তন বিচারপতিকে এবার দেশের নতুন উপরাষ্ট্রপতি হিসেবে দেখতে চায় দেশের বিরোধী ঐক্য। কংগ্রেসের বর্ষীয়ান নেতা মল্লিকার্জুন খাড়গে বলেন, “শ্রী রেড্ডি তাঁর মনোনয়ন পেশ করবেন আগামী ২১ তারিখে। আগামীকাল দুপুর একটার সময় সব সাংসদরা পার্লামেন্টের সেন্ট্রাল হলে মিলিত হবে.”
মল্লিকার্জুন খাড়গে বলেছেন, “আমরা সুদর্শন রেড্ডিকে উপরাষ্ট্রপতি পদের জন্যে সমর্থন জানাবো। এটা হল আদর্শের লড়াই, তাই শ্রী রেড্ডিকে আমরা প্রার্থী হিসেবে বেছে নিয়েছি।” তৃণমূল সংসদ ডেরেক ও ব্রায়েন বলেন, ” বিরোধী ঐক্যের সব রাজনৈতিক দলই শ্রী রেড্ডিকে সমর্থন জানাচ্ছে, এমনকি আম আদমি পাৰ্টিও শ্রী রেড্ডিকে সমর্থন জানাচ্ছে।”
প্রসঙ্গত উল্লেখ্য, শাসক দল দেশের উপরাষ্ট্রপতি পদে মহারাষ্ট্রের রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণনের নাম সুপারিশ করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ শাসক জোট NDA র সব রাজনৈতিক দল, এমনকি বিরোধী রাজনৈতিক দলগুলির কাছেও আবেদন জানিয়েছেন যাতে দেশের উপরাষ্ট্রপতি পদে সিপি রাধাকৃষ্ণণকেই সমর্থন জানানো হয়।
![]()