পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে ৫ হাজার টাকা করে দেবে রাজ্য সরকার 

পরিযায়ী যেশ্রমিকদের পুনর্বাসন, সাথে কিছুটা অনুদান, আঠা ও অন্যান্য সাহায্য দিচ্ছে রাজ্য সরকার 

ADVT.

আজ খবর (বাংলা), [রাজ্য],কলকাতা,পশ্চিমবঙ্গ, ১৮/০৮/২০২৫ :  কাজের সুবাদে অন্যান্য রাজ্যে বাস করা পরিযায়ী শ্রমিকদের জন্যে নতুন প্রকল্প শুরু করল  রাজ্য সরকার। আজ একথা নবান্নে সাংবাদিক বৈঠকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

মুখ্যমন্ত্রী এদিন জানিয়েছেন, “আমরা চাই কাজের সন্ধানে অন্য রাজ্যে যে সব শ্রমিকরা এ রাজ্য থেকে চলে গিয়েছেন, তাঁরা ফিরে আসুন। তাঁদের এই রাজ্যেই কর্ম সংস্থানের ব্যবস্থা করবে রাজ্য সরকার। তাঁদেরকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করা হবে। পরিবার নিয়ে অন্য রাজ্য থেকে চলে আসার জন্যে প্রত্যেক পরিযায়ী শ্রমিককে ৫০০০ টাকা করে দেওয়া হবে. এছাড়াও যতদিন না তাঁরা ফের কোনো কর্মসংস্থান করতে পারছেন, ততদিন তাঁরা প্রতিমাসে ৫০০০ টাকা করে পেতে থাকবেন। অবশ্য এক বছর ধরেই এই অনুদান দেওয়া হবে বলে আপাতত ঠিক করা হয়েছে। 

পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন কাজে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তোলা হবে. এইপ্রকল্পের নাম দেওয়া হয়েছে শ্রমশ্রী। এই মুহূর্তে যে সব পরিযায়ীদের নাম সরকারি পোর্টালে নথীভুক্ত রয়েছে, তাঁরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। যাঁদের নাম নাথীভুক্ত নেই তাঁরা  নতুন করে পোর্টালে নাম নথিভুক্তকরতে পারবেন। এইপ্রকল্পের পাশাপাশি পরিযায়ী শ্রমিকরা রাজ্য সরকারের অন্যান্য প্রকল্পগুলি থেকেও সুবিধা ভোগ করতে পারবেন।  এই শ্রমিকদের নামে ব্যাংকে খাতায় খোলা হবে বলে জানা গিয়েছে। 


Loading

Leave a Comment