রাহুলের ভোট চুরি তত্ব মানলো না নির্বাচন কমিশন 

রাহুলকে ক্ষমা চাইতে হবে নাহলে এফিডেভিট জমা করতে হবে 

আজ খবর (বাংলা) [দেশ], নতুন দিল্লী, ভারত, ১৭/০৮/২০২৫ :   কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভোট চুরির তত্বকে কার্যত অস্বীকার করে দুটি বিকল্প রাহুলের সামনে রাখলো নির্বাচন কমিশন। 

গত ৭ই আগস্ট একটি সাংবাদিক বৈঠকে রাহুল গান্ধী দাবী  করে বলেছিলেন এর আগে কর্ণাটকের ব্যাঙ্গালোরে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে ভোট চুরি হয়েছিল। সেই ভোটে ভুতুরে ভোটার ছিল. অনেকেই মারা গিয়েছেনতাদের নামেও ভোট করানো হয়েছিল।. সেই সময় রীতিমত ভোট চুরি হয়েছিল। 

রাহুল গান্ধীর  এই বক্তব্যকে কার্যত  নস্যাৎ করে দিয়ে নির্বাচন কমিশন তাঁর সামনে দুটি বিকল্প খুলে রাখলো। নির্বাচন কমিশন জানিয়েছে, এই ধরনের কোনো ঘটনা ঘটে নি. যদি এই ধরনের কোনো ঘটনার দাবী  রাহুল গান্ধী জানাতে চান, তাহলে তিনি হয় নিজে সাক্ষর করে এভিডেভিট জমা করুন আর না হলে দেশের মানুষের কাছে তাঁর এই বক্তব্যের জন্যে ক্ষমা চেয়ে নিন. এছাড়া তৃতীয় কোনো বিকল্প তাঁর সামনে রাখা হবে না। 

ADVT.

Loading

Leave a Comment