কলকাতায় মাদকের ব্যবহার বৃদ্ধি পেয়েছে ক্রমেই

আজ খবর (বাংলা), [দেশ], কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৭//০৮/২০২৫ :কেন্দ্রীয় সরকারের বিশেষ উদ্যোগের অংশ হিসেবে ১৫ ও ১৬ আগস্ট, ২০২৫ তারিখটিকে “মাদক সচেতনতা অভিযান” হিসেবে পালনের উদ্দেশ্যে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি), কলকাতা জোনাল ইউনিট কলকাতার বিভিন্ন স্থানে একাধিক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে।
শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫ তারিখে সল্টলেকের কেন্দ্রীয় বিদ্যালয়-II তে একটি সচেতনতা সভা অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৮০০ জন ছাত্রছাত্রীকে ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে মাদকের কুফল সম্পর্কে অবহিত করা হয়।
একই দিনে সিজিএসটি ও সিএক্স ভবন, কলকাতায় একটি বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে সিজিএসটি ও সিএক্স, কলকাতা জোনের প্রবীণ আধিকারিক, অন্যান্য দপ্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং তাঁদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।
স্বাধীনতা দিবসে একটি সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসেবে চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের (সিএনসিআই) বরিষ্ঠ চিকিৎসক ও কর্মীরাও তাঁদের ব্যস্ত সময়সূচির মধ্যে নিকটবর্তী এলাকায় পদযাত্রার আয়োজন করেন। স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা ছড়ানোর উদ্দেশ্যে এই উদ্যোগটি প্রশংসার দাবি রাখে।
মাদকবিরোধী পদক্ষেপের নোডাল সংস্থা হিসেবে এনসিবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, শ্রী অমিত শাহের বার্তাও সংশ্লিষ্ট মহলে প্রচারের ব্যবস্থা করে। তিনি বিশেষত, যুবসমাজের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন, যাতে “মিশন ড্রাগ ফ্রি ভারত”-এর লক্ষ্য সফল হয়।
আজ এনসিবি কলকাতা জোনাল ইউনিট কলকাতার ইস্কন মন্দিরে আরেকটি সচেতনতা সভার আয়োজন করে। উপস্থিত ভক্তদের মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং এই সমস্যার মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়।
দেশের অন্যতম শীর্ষ সংস্থা হিসেবে এনসিবি মাদক পাচার ও এর অপব্যবহারের বিরুদ্ধে লড়াইয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ছবি : পিআইবি
![]()