চাকরিহারা শিক্ষক সুবল সোরেনের মৃত্যু ঘিরে তুলকালাম

একটি মৃত্যুতে ফের প্রাণ পেল চাকরিহারাদের আন্দোলন, তবু সমাদজন কৈ!!

সুবল সোরেনের মৃতাদেহকে ঘিরে বিক্ষোভ

আজ খবর (বাংলা) [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৫/০৮/২০২৫ : চাকরিহারা শিক্ষক সুবল সোরেনের মৃত্যু হয়েছে আর তাঁর মৃতাদেহকে ঘিরে ফের যেন প্রাণ পেল চাকরিহারাদের আন্দোলন।

চাকরি হারিয়ে “প্রাক্তন” শিক্ষক হিসেবে পরিচিত হয়ে উঠেছিলেন মেদিনীপুরের সুবল সোরেন। চাকরি হারিয়ে আন্দোলন করছিলেন, অসুস্থ হয়ে ভর্তি হয়েছিলেন। আজ বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। তিনি দুই বছরের এক শিশু সন্তান ও স্ত্রীকে রেখে গিয়েছেন।

এদিন মৃতদেহবাহী গাড়ি থেকে সুবল সোরেনের মৃতাদেহ নামিয়ে এনে জাতীয় পতাকা দিয়ে ঢেকে দেওয়া হয়। অন্যান্য চাকরিহারা শিক্ষকরা সুবল সোরেনের মৃতদেহকে ঘিরে স্লোগান দিতে থাকেন। নিমেষে আমদোলন যেন ফের একবার প্রাণ পায়। আন্দোলনকারীরা মুকুন্দপুরের কাছে ই এম বাইপাস আবারোধ করে দেন। এর ফলে ওই এলাকায় ব্যাপক যান যত সৃষ্টি হয়।

আন্দোলনকারীরা মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তারের দাবী জানাতে থাকেন। তবে পুলিশের বিরুদ্ধে দ্রুত মৃতদেহ সরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। যদিও এখনও পর্যন্ত দেহে আটকে কালো পতাকা নিয়ে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেছেন অন্যান্য চাকরিহারা শিক্ষকেরা।


Loading

Leave a Comment