রেড রোডের কুচকাওয়াজে অসুস্থ ৪০ ছাত্রী, হাসপাতালে মমতা

প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েছিল পড়ুয়ারা

হাসপাতালে পড়ুয়ারা

আজ খবর (বাংলা) [রাজ্য] কলকাতা, পশ্চিমবঙ্গ, ১৫/০৮/২০২৫ : রেড রোডের কুচকাওয়াজে অংশ নিয়ে মমতার উপস্থিতিতেই অসুস্থ হয়ে পড়ল স্কুল ছাত্রীরা।

আজ স্বাধীনতা দিবসে ধৰ্মতলায় নেতাজির মূর্তিতে মাল্যদান করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গিয়েছিলেন রেড রোডে। সেখানে গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি। এরপর রেড রোডে কুচকাওয়াজ শুরু হয়।

এর মাঝেই শাখাওয়াত মেমোরিয়াল স্কুলের ছাত্রীরা অসুস্থ বোধ করতে থাকে। কেউ কেউ জ্ঞান হারানোর মত অবস্থা হয়। দ্রুত তাদেরকে রেড রোড থেকে নিয়ে যাওয়া হয় এস এস কে এম হাসপাতালে। মোট ৪০ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছিল। তাদের মধ্যে একজনকে আরও পর্যবেক্ষণের জন্যে রেখে দিয়ে বাকিদের প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী রেড রোড থেকে দ্রুত পৌঁছে গিয়েছিলেন হাসপাতালে। সেখানে তিনি পড়ুয়াদের দেখেন এবং ডাক্তারদের সাথে কথাও বলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন গরমের জন্যেই পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েছিল, এখন সবাই ভালো আছে।


Loading

Leave a Comment