মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত ১০, আহত ৩৫

বাস চালাতে চালাতে চালক ঘুমিয়ে পড়েছিলেন!!

দুর্ঘটনাগ্রস্ত বাস

আজ খবর (বাংলা ) [রাজ্য] বর্ধমান, পশ্চিমবঙ্গ, ১৫/০৮/২০২৫ : স্বাধীনতা দিবসের দিনেই সকালে ঘটে গেলো মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এই দুর্ঘন্তন্যায় মোট ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৫ জন।

আজ গঙ্গাসাগর থেকে স্নান সেরে পুন্যর্থীদের একটি দল বিহারে ফিরছিল। তাঁরা সবাই একটি বাসে করে বিহারের পথে ফিরছিলেন। বাসে ছিলেন মোট ৪৫ জন যাত্রী। বাস টি ১৯ নম্বর জাতীয় সড়কে ফেরিঘাটের কাছে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে। সম্ভবত বাসের চালক ঘুমিয়ে পড়ার ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।

এই ঘটনায় মোট ১০ জন যাত্রী প্রাণ হারিয়েছেন। এঁদের মধ্যে ২ জন মহিলা এবং ৮ জন পুরুষ বলে জানা গিয়েছে। আহত অবস্থায় আরও ৩৫ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আহতদের মধ্যে ৮ জন শিশু রয়েছে। আহতদের চিকিৎসা চলছে, তাঁদের মধ্যে কয়েকজনের আঘাত গুরুতর।


Loading

Leave a Comment