রাম মন্দিরের পর আজ সীতা মন্দিরেও সাফল্য চায় বিজেপি

বিহারে ভোটের আগে মন্দিরের শিলান্যাস বাড়তি অক্সিজেন যোগাবে বিজেপিকে

পুনরা ধামের বর্তমান জানকি মাতার মন্দির

আজ খবর (বাংলা) [রাজনীতি] পাটনা, বিহার, ০৮/০৮/২০২৫ : উত্তরপ্রদেশে শ্রীরাম মন্দিরের মত বিহারের সীতা মাএর মন্দিরেও সাফল্য দেখতে চাইছে বিজেপি। সীতামারিতে আজই সীতা মাএর মন্দিরের শিলান্যাস করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বিহারের সীতামারীতে পুনরাধামে সীতা মাএর মন্দিরের শিলান্যাস করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সমগ্র বিহারবাসীর স্বপ্ন আজ পূরণ হবে বলে আশা প্রকাশ করেছে বিজেপি। যেভাবে উত্তরপ্রদেশের অযোধ্যায় শ্রীরাম মন্দির এর ভূমি পূজা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঠিক সেভাবেই আজ পুণরাধামে ভূমি পূজা করে মন্দিরের শিলান্যাস করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নির্মাণ করা হবে সীতা মাএর নতুন বিশাল মন্দির।
মন্দিরের শিলান্যাস হওয়ার সাথে সাথেই জুড়ে যাবে দিল্লী – সীতামারি রেলপথ। এর ফলে সম্প্রদায় পর্যটনের শ্রীবৃদ্ধি হবে। অর্থনৈতিক দিক থেকে উন্নতি করবে মিথিলাঞ্চল। “বিহার প্রথম, বিহারী প্রথম প্রকল্প নিয়ে বেশ কিছু উন্নয়নের পরিকল্পনা রয়েছে বিজেপি সমর্থিত মুখ্যমন্ত্রী নীতিশকুমারের। আর এর প্রভাব অবশ্যই পড়বে ভোট বাক্সে।
অমিত শাহ আজ সীতা মাএর মন্দিরের শিলান্যাস করবেন, অনুষ্ঠানে থাকবেন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। থাকতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং ও চিরাগ পাসোয়ান।


Loading

Leave a Comment