যদি তিনি ভেবে থাকেন এই অস্ত্র দিয়ে আগামী বছরে ভোটে জিতবেন, তাহলে তিনি ভুল ভাবছেন : শমীক

SIR করে কোটিরও বেশি ভুয়ো ভোটারের নাম বাদ যাবে বলে মনে করছে পদ্ম শিবির, কি বলছেন শমীক ভট্টাচার্য —

শমীক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি

আজ খবর (বাংলা) [রাজনীতি] নতুন দিল্লি, ভারত, ০৮/০৮/২০২৫ : তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ফের একবার রাজনৈতিক তোপ দাগলেন বিজেপি সংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য।


শমীক ভট্টাচার্য বুধবার বলেন, “যদি মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে থাকেন আগামী বছরে রোহিঙ্গা, বাংলাদেশী, অনুপ্রবেশকারী ও মৃত ভোটারদের ভোট পেয়ে তিনি জিতে আসবেন, তাহলে তিনি এবার মারাত্মক ভুলটা করবেন। এবারে সেসব আর হচ্ছে না। রাজ্যে SIR হবেই এবং ভুয়ো ও অবৈধ ভোটারদের নাম বাদ যাবেই। মৃত ভোটাররা আর ভোট দেবে না।”


ঝাড়গ্রামে গিয়ে মমতা বলেছিলেন, “এক জনেরও নাম বাদ দেওয়া চলবে না। কেউ যেন ভোটাধিকার হারিয়ে না ফেলেন। যদি এরকম হয় তাহলে আমি দেশব্যাপী আন্দোলন করব। গোটা বিশ্বে আমি ঘুরে বেড়াবো। SIR এর নাম করে NRC করা হচ্ছে। এই সব আমরা মানব না।”

এর আগে হুমকির সুরে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছিলেন, ” ভোটার তালিকা থেকে ওরা একটাও নাম বাদ দিয়ে দেখাক না, দেখি ওদের কত ক্ষমতা ?”


Loading

Leave a Comment