সিসিটিভিতে পাচারের ছবি উঠলেও কিছুই জানেন না প্রধান শিক্ষক

আজ খবর (বাংলা), [রাজ্য] বড়ঞা, মুর্শিদাবাদ, ০৬/০৮/২০২৫ : স্কুল থেকে মিড-ডে মিলের চাল পাচার হয়ে যাচ্ছে, এমন অভিযোগ করলেন অভিভাবকরাই।
মুর্শিদাবাদের বড়ঞা থানার কুলি চৌরাস্তা ঘোষ স্কুলে মিড-ডে মিলের চাল পাচার নিয়ে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একজন ব্যক্তি স্কুল থেকে একটি মোটর বাইকে করে চালের বস্তা নিয়ে বেরোচ্ছেন। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে নি আজ খবর. এই ঘটনায় ক্ষুব্ধ অভিভাবকরা ইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন।
অভিভাবকদের অভিযোগ, সরকারের দেওয়া মিড-ডে মিলের চাল এভাবে স্কুল থেকে পাচার করা হচ্ছে। তারা আরও দাবি করেন, এই পাচার আটকাতেই স্কুলে সিসি ক্যামেরা লাগানো হয়েছিল, কিন্তু চাল চুরি করার উদ্দেশ্যে সেগুলো ভেঙে দেওয়া হয়েছে। অভিভাবক হাকিমুন্নেসা বিবি এবং আবুল কালাম আজাদ, জামশেদ শেখ সংবাদমাধ্যমকে জানান, এই ঘটনা দীর্ঘদিন ধরে চলছে এবং তাঁরা প্রধান শিক্ষকের উদাসীনতায় হতাশ।
সংবাদমাধ্যম যখন এই অভিযোগের বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ সাদিকুল ইসলামের কাছে জানতে চায়, তখন তিনি এই ঘটনা সম্পর্কে তার অজ্ঞতার কথা জানান। অন্যদিকে, বড়ঞা পঞ্চায়েত সমিতির সভাপতি সুলতানা খাতুন এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, তিনি প্রধান শিক্ষক এবং প্রশাসনকে বিষয়টি দ্রুত তদন্ত করে দেখার জন্য অনুরোধ করবেন। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের জন্য দেওয়া মিড-ডে মিলের চাল কারা নিয়ে যাচ্ছে তা খতিয়ে দেখা জরুরি।
বর্তমানে এই ঘটনায় বড়ঞা কুলি চৌরাস্তা এলাকার জনগণের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে এবং তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করছেন। প্রধান শিক্ষকের ভূমিকা নিয়েও অভিভাবকরা অসন্তোষ প্রকাশ করেছেন।
![]()