দু’পক্ষই একে অপরকে দেখে নেওয়ার চ্যালেঞ্জ জানাচ্ছে

আজ খবর (বাংলা) [রাজনীতি], কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৬/০৮/২০২৫ : গতকাল কোচবিহারে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কনভয়ে যে হামলা হয়েছিল, সেই হামলার পরিপ্রেক্ষিতে কোচবিহার সদর থানায় অভিযোগ দায়ের করা হল বিজেপির তরফ থেকে।
গতকাল কোচবিহারের এসপি অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এটা তাঁদের পূর্বঘোষিত রাজনৈতিক কর্মসূচি ছিল। তবে এই কর্মসূচীর পুলিশি অনুমতি না মেলায় বিজেপিকে আদালতে আবেদন করে অনুমতি জোগাড় করতে হয়েছিল। রাজনৈতিক কর্মসূচী অনুযায়ী কোচবিহারে যাওয়ার পথে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলা চালানো হয় এবং তাঁর গাড়ির কাঁচ ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
গতকালের ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ও তাঁর অনুগামীদের দিকে অভিযোগের আঙ্গুল ওঠে। আজ বিজেপির তরফ থেকে উদয়ন গুহ সমেত মোট ৪১ জনের বিরুদ্ধে ইমেল মারফত কোচবিহার সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের কপি পাঠিয়ে দেওয়া হয়েছে কোচবিহারের এসপি ধৃতিমান ভট্টাচার্যের অফিসেও। তবে গতকাল শুভেন্দু অধিকারী যেমনটা বলেছিলেন যে কোচবিহারের এসপিও এই ঘটনায় সমানভাবে দায়ী,সেই মত ঐ এসপির বিরুদ্ধে কোনো অভিযোগ জানাননি শুভেন্দু অধিকারী।
এই ঘটনা নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেছেন, “যারাই বাঙালি আর বাংলাকে অপমান করবে, তারা যেখানেই যাক না কেন, এভাবেই তাদের কালো পতাকা দেখানো হবে।”
![]()