আবহাওয়া খারাপের ছিল বলে ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে

আজ খবর (বাংলা),[দেশ], কিন্নর, হিমাচল প্রদেশ, ০৬/০৮/২০২৫ : উত্তর কাশীর পর এবার হিমাচল প্রদেশের কিন্নর জেলায় হড়পা বানে ভেসে গেল পাহাড়ি গ্রাম। আইটিবিপির জওয়ানরা উদ্ধার করলেন গ্রামবাসীদের। ধুয়ে মুছে সাফ হয়ে গেলো কিন্নর কৈলাস ট্রেকরুটের বিশালএলাকা।
হিমাচলপ্রদেশের বিভিন্ন জায়গায় প্রবল বর্ষণ হয়ে চলেছে বিগত বেশ কিছুদিন ধরে, সেই সংবাদ আমরা পাঠকদের দিয়েছিলাম আগেই, এও লিখেছিলাম হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ডের যে কোনো জায়গায় যে কোনোদিন বিপর্যয় নেমে আসতে পারে। ঠিক তাইই হয়েছে। গতকাল উত্তরাখন্ডের উত্তরকাশীতে ক্ষীরগঙ্গা নদীতে হড়পা বাণের জন্যে বিপর্যয় ঘটেছিল, আর আজ বিপর্যয় ঘটলো হিমাচল প্রদেশের কিন্নর জেলার উচ্চ পাহাড়ি অঞ্চলে।
আজ ভোরবেলাতেই আবহাওয়া দপ্তর সতর্ক করেছিল, প্রবল বৃষ্টি হতে পারে হিমাচলের বিলাসপুর, সোলন, সিমলা, সিরমৌর এবং মান্ডি অঞ্চলে। আজ সকাল থেকেই ব্যাপক বৃষ্টি হচ্ছিল এই এলাকাগুলিতে। যার ফলে কিন্নর জেলায় নদীগুলিতে ব্যাপক জলস্ফীতি দেখা দেয় । .নদীগুলির জল উপচে পড়তে শুরু করে। একসময় টাংলিং অঞ্চলে পাহাড়ি নদীতে হড়পা বাণ নামতে শুরু করে । নিমেষে সেখানে পৌঁছে যান এসডিআরএফ এবং আইটিবিপি জওয়ানরা।
ঘটনাস্থলে পৌঁছে আইটিবিপি জওয়ানরা মোট ৪১৩ তীর্থযাত্রীকে উদ্ধার করেন। এই পথ দিয়েই যেতে হয় কিন্নর কৈলাস অভিমুখে। সেই ট্রেকরুটটি একেবারে সাফ হয়ে গিয়েছে।
![]()