প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন 

শেষ হলো সাঁওতাল তথা আদিবাসী আন্দোলনের একটা যুগ 

আজ খবর (বাংলা), [রাজনীতি], রাঁচি, ঝাড়খন্ড, ০৪/০৮/ ২০২৫ :  প্রয়াত হলেন ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। 

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী  শিবু সোরেন বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি কিডনির রোগে ভুগছিলেন। এক মাস আগে তাঁর স্ট্রোক হয়।  তিনি দিল্লীর স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি হয়েছিলেন। গতকাল তাঁকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছিল। আজ সকাল ৮টা  ৫৬ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস  ত্যাগ করেন। 

শিবু সোরেনের মৃত্যুতে শোকের ছাওয়া নেমে এসেছে ঝাড়খন্ড সহ দেশের রাজনৈতিক মহলে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তাঁর মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন। শোক বার্তা পাঠিয়েছেন লালু প্রাসাদ যাদব। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও  শোক বার্তা পাঠিয়েছেন। 

শিবু সোরেনকে ঝাড়খণ্ডে গুরুজী নাম অভিহিত করা হয়েছিল। সাধারণ মানুষ তাঁকে গুরুজী নামেই চিনতেন। তাঁর পুত্র হেমন্ত সোরেন বর্তমানে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। তিনিই বাবার মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন এবং টুইট করে লিখেছেন ‘বাবার মৃত্যুতে আমি শূন্যে পৌঁছে গেলাম’। 

শিবু সোরেনের মৃত্যুর সাথে সাথে শেষ হল সাঁওতাল তথা আদিবাসী আন্দোলনের একটা যুগ। প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৃত্যুতে ঝাড়খণ্ডে তিন দিন সরকারি শোক পালন করা হবে। 


Loading

Leave a Comment