গত ৫ দিনে তিনবার ভূমিকম্প, দুশ্চিন্তায় লাসা

আজ খবর (বাংলা),[আন্তর্জাতিক], লশ, তিব্বত, ০৩/০৮/২০২৫ : তিব্বতে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের জেরে প্রায়ই কেঁপে উঠছে তিব্বতের ভূখণ্ড।
আজ সকাল ৯টা বেজে ১৭ মিনিটে তিব্বতের বিভিন্ন জায়গা ভূমিকম্পে কেঁপে ওঠে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৬ বলে জানা গিয়েছে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে। ভূমিকম্প শুরু হতেই তিব্বতের রাজধানী লাসায় বাড়ি ঘর ছেড়ে লোকজন রাস্তায় নেমে আসেন। এর আগে ৩০শে জুলাই তিব্বতে একই দিনে পরপর দুবার ভূমিকম্প অনুভূত হয়। তখন থেকেই সাধারণ মানুষের মনে একটা শঙ্কা থেকে গিয়েছিল। তাই এদিন ভূকম্পন অনুভূত হতেই মানুষ বাড়ি থেকে বেরিয়ে খোলা জায়গায় আশ্রয় নেন। তবে আজকের ভূমিকম্পের জন্যে তিব্বত থেকে হতাহতের কোনো খবর এখনও পর্যন্ত পাওয়া যায় নি।
তিব্বতে গত ৩০ তারিখে যে দু’বার ভূমিকম্প হয়েছিল, রিখটার স্কেলে তার মাত্রা ছিল যথাক্রমে ৪.০ এবং ৪.৩; সেই ভূকম্পনগুলির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নিচে। বিজ্ঞানীদের মতে জোরালো ভূমিকম্পের থেকে অনেক সময় চোরা ভূমিকম্পে ক্ষয়ক্ষতি অনেক বেশি হয়। মাটির নিচে ইন্ডিয়ান টেকটনিক প্লেট ক্রমাগত ধাক্কা দিয়ে চলেছে ইউরেশিয়ান প্লেটকে। আর তিব্বত ও নেপালের অবস্থান এই দুই প্লেইটের মাঝে ভৌগলিক বিচ্যুতি রেখার ওপর অবস্থান করায় প্রায়শঃই ভূমিকম্পের আশঙ্কা দেখা দেয় অর্থাৎ তিব্বত, নেপাল হল ভূমিকম্প প্রবন এলাকা।
![]()