ক্ষমতার লালসায় অন্ধ এক নেত্রী দেশের ভবিষ্যৎকে বিকিয়ে দিচ্ছেন : শমীক  

রাজ্যে এক কোটির বেশি রোহিঙ্গা রয়েছে বলে দাবী করলেন শুভেন্দু, তৃণমূল নেত্রীকে রাজনৈতিক আক্রমণ শমীকের 

আজ খবর (বাংলা), [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ০৩/০৮/২০২৫ :  রাজ্যে এক কোটির বেশি রোহিঙ্গা রয়েছে যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়া উচিত বলে মনে করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 

শুভেন্দু অধিকারীর বক্তব্য, “রাজ্যে এই মুহূর্তে এক কোটিরও বেশি রোহিঙ্গা মুসলিম রয়েছে। যারা এই দেশের বাসিন্দা নন।  তাঁরা সকলেই ভুয়ো ভোটার। নির্বাচন কমিশন যেন এই ভুয়ো ভোটারদেরকে বাতিল ঘোষণা করে।  এর আগে ২০০২ সালেও এভাবে ২০ লক্ষের বেশি মানুষকে ভোটার তালিকা থেকে  বাদ  দেওয়া হয়েছিল। এই  ভুয়ো ভোটাররা যাতে বাদ না যায় সেই জন্যেই মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস।”

বিজেপির রাজ্য সভাপতি শমীক  ভট্টাচার্য্য বলেন, “আমরা বার বার বলছি, পশ্চিমবঙ্গের সব হিন্দু, হিন্দু উদ্বাস্তু আর সব ভারতীয় মুসলমান মানুষদের পাশে বিজেপি আছে।  বাংলাদেশী মুসলমান আর রোহিঙ্গাদের ঢাল বানিয়ে   যিনি দেশের আইন, নিরাপত্তা আর ভোটব্যবস্থাকে ধ্বংস করছেন, তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।”

শমীক ভট্টাচার্য্য বলেন, “ভারতে বসবাসকারী কোনো হিন্দু, হিন্দু শরণার্থী বা ভারতীয় মুসলমানদের নাম কখনোই ভোটার তালিকা থেকে বাদ যাবে না।  তবু উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মিথ্যাচার ছড়িয়ে নিজের অনুপ্রবেশকারী ভোটব্যাংকে বাঁচাতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতার লালসায় অন্ধ এক নেত্রী দেশের ভবিষ্যৎকে বিকিয়ে দিতে চাইছেন।”


Loading

Leave a Comment